বুধবার, ১৮ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

কারাগারে নূর হোসেনকে দুদকের নোটিস

নিজস্ব প্রতিবেদক

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেনের কাছে কারাগারে সম্পদের হিসাব চেয়ে নোটিস পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল  বিকালে গাজীপুর কাশিমপুর কারাগার-২ এ নোটিস পাঠায় দুদক। নোটিসের বিষয় নিশ্চিত করে দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য্য বাংলাদেশ প্রতিদিনকে বলেন, নূর হোসেনের পাশাপাশি নারায়ণগঞ্জে নূর হোসেনের বাড়িতে তার স্ত্রীর সম্পদের হিসাব চেয়েও নোটিস পাঠানো হয়েছে। রাজনৈতিক ছত্রছায়ায় সামান্য ট্রাক হেলপার থেকে কোটি কোটি টাকা ও সম্পদের মালিক হয়েছেন নূর হোসেন এমন অভিযোগ রয়েছে। নোটিসে সাত কর্ম দিবসের মধ্যে দুদকের কাছে সব স্থাবর-অস্থাবর সম্পদের হিসাব দিতে বলা হয়েছে। দুদক জানায়, কয়েক দিন পর আদালত ও কারা কর্তৃপক্ষের অনুমতি নিয়ে নূর হোসেনকে জিজ্ঞাসাবাদ করবে দুদক। ২০১৪ সালের এপ্রিল মাসে নারায়ণগঞ্জের কাউন্সিলর নজরুল ইসলামসহ সাতজনকে হত্যার পর নূর হোসেন ভারতে পালিয়ে যায়। এ ছাড়া গত বছরের ২৯ মে তার সম্পদের অনুসন্ধানে নামে দুদক। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের বরখাস্ত এই কাউন্সিলরের প্রায় আট কোটি টাকার সম্পদ থাকার তথ্য পাওয়া গেছে। জাতীয় পার্টির মাধ্যমে রাজনীতিতে আসা নূর হোসেন পরে বিএনপিতে যোগ দেন। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর তিনি যোগ দেন এই দলে। সিটি করপোরেশনের কাউন্সিলর হওয়ার পাশাপাশি সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সহসভাপতিও ছিলেন নূর হোসেন। জানা যায়, ২০১০ সালে হাইকোর্টের নির্দেশ অমান্য করে শীতলক্ষ্যার তীর দখল করে বালু-পাথরের ব্যবসা গড়ে তোলায় নূর হোসেনকে প্রধান আসামি করে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করে বিআইডব্লিউটিএ। এ ছাড়া সরকারি কাজে বাধা, সরকারি কর্মকর্তাদের হুমকি এবং নদী তীরের প্রায় ৮০০ শতাংশ জমি দখলেরও অভিযোগ আনা হয় ওই মামলায়। ওই জমি থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদে আট-দশবার অভিযান চালানো হলেও নূর হোসেন ও তার সমর্থকদের বাধার মুখে সেসব অভিযান সফলতার মুখ দেখেনি।

সর্বশেষ খবর