রবিবার, ২২ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা
আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সভা

ডিসেম্বরের মধ্যে ১৪ জেলায় সম্মেলন করার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

আগামী ডিসেম্বরের মধ্যে আওয়ামী লীগের মেয়াদোত্তীর্ণ ১৪ জেলার সম্মেলন শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে সম্মেলন শেষ হওয়া জেলাগুলোতে শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি চূড়ান্ত ও যে সব জেলা কমিটি নিয়ে বিরোধ রয়েছে তা নিষ্পত্তি করে দলীয় সভানেত্রীর কাছে জমা দিতে সংশ্লিষ্ট সাংগঠনিক সম্পাদকদের নির্দেশনা দেওয়া হয়েছে। গতকাল দুপুরে ধানমন্ডি কার্যালয়ে আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর বৈঠকে এমন নির্দেশনা দেওয়া হয়। বৈঠক শেষে একাধিক নেতার সঙ্গে কথা বলে এমন তথ্য পাওয়া গেছে। প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকে আমন্ত্রণ জানানো হলেও আনুষ্ঠানিক কোনো ব্রিফিং করা হয়নি। বৈঠকে উপস্থিত একাধিক সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ প্রতিদিনকে বলেন, বৈঠকে সম্মেলন শেষ হওয়া জেলাগুলোর পূর্ণাঙ্গ কমিটির তালিকা দলীয় সভানেত্রীর কাছে জমা দিতে নির্দেশ দিয়েছেন দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। এ ছাড়া দলীয় সভানেত্রীর কাছে জমাকৃত বেশ কিছু জেলা কমিটির তালিকা সম্পর্কে আপত্তি রয়েছে। সাংগঠনিক সম্পাদকদের এই বিরোধ নিষ্পত্তি করে শিগগিরই ওই সব জেলার পূর্ণাঙ্গ কমিটি গঠনে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে বলা হয়েছে। এ ছাড়াও আওয়ামী লীগের জাতীয় সম্মেলনকে সামনে রেখে মেয়াদোত্তীর্ণ জেলা কমিটিগুলোর সম্মেলন দ্রুত সম্পন্ন করতে সম্মেলনের তারিখ নির্ধারণের নির্দেশ দেওয়া হয়। এসব জেলা সম্মেলনে সৈয়দ আশরাফুল ইসলাম উপস্থিত থাকবেন বলে সভায় জানানো হয়েছে। আওয়ামী লীগের ৭৩টি সাংগঠনিক জেলার মধ্যে ১৪টি জেলায় সম্মেলন বাকি রয়েছে। এই জেলাগুলোর মধ্যে রয়েছে, ফরিদপুর, গোপালগঞ্জ, শরীয়তপুর, রাজবাড়ী, ঝিনাইদাহ, কুমিল্লা উত্তর ও দক্ষিণ জেলা, নারায়ণগঞ্জ, গাজীপুর, কিশোরগঞ্জ, চাঁদপুর, ভোলা, ঝালকাঠি ও গাইবান্ধা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন মাহবুব-উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, আহমদ হোসেন, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, খালিদ মাহমুদ চৌধুরী, বি এম মোজাম্মেল হক, ড. হাছান মাহমুদ, আফজাল হোসেন, ফরিদুন্নাহার লাইলী, ড. আবদুস সোবহান গোলাম, অসীম কুমার উকিল, মীর্জা আজম, নসরুল হামিদ বিপু, এ কে এম এনামুল হক শামীম, আমিনুল ইসলাম আমিন, এস এম কামাল হোসেন, সুজিত রায় নন্দী প্রমুখ।

সর্বশেষ খবর