রবিবার, ২২ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

সন্ধান মেলেনি রংপুর বিএনপি সভাপতির

মুক্তিযোদ্ধা সংসদের আলটিমেটাম

নিজস্ব প্রতিবেদক, রংপুর

সাদা পোশাকে আইন প্রয়োগকারী সংস্থার সদস্য পরিচয়ে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া রংপুর মহানগর বিএনপি সভাপতি মুক্তিযোদ্ধা মোজাফফর হোসেনের এখনো সন্ধান মিলেনি। গতকাল পর্যন্ত তার সন্ধান পায়নি পরিবারের সদস্যরা। তিনি বেঁচে আছেন নাকি তাকে গুম করা হয়েছে এমন আশঙ্কা আর উৎকণ্ঠায় দিন কাটছে তার স্বজনদের। আইন প্রয়োগকারী সংস্থার পক্ষ থেকে নিখোঁজের বিষয়টি গতকালও অস্বীকার করা হয়েছে।

এদিকে,  সন্ধান না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন মুক্তিযোদ্ধারা। মোজাফফরের সন্ধান দাবি করেছে জেলা মুক্তিযোদ্ধা সংসদ। সংসদের কামান্ডার মোসাদ্দেক হোসেন বাবলু বলেন, বিভিন্ন জায়গায় খোঁজখবর করা হচ্ছে। সাদা পোশাকে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর পরিচয়ে মুক্তিযোদ্ধা মোজাফফরকে বাড়ি থেকে তুলে নিয়ে গেছে বলে তার পরিবারের দাবি। কিন্তু পুলিশ ও র‌্যাবের পক্ষ থেকে তা অস্বীকার করা হচ্ছে। তাহলে তাকে কারা ধরে নিয়ে গেল। আজ সকালের মধ্যে তাকে ছেড়ে দেওয়া না হলে মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে কর্মসূচি নেওয়া হবে। এদিকে, মোজাফফর হোসেনের স্ত্রী সুফিয়া হোসেন বলেন, গতকালও সকালে স্থানীয় র‌্যাব অফিসে যোগাযোগ করা হলে সেখান থেকে বলা হয় তারা নিখোঁজ থাকার বিষয়টি জানেন না। আজকের মধ্যে সন্ধান না মিললে আইনজীবীদের সঙ্গে কথা বলে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করবেন বলে তিনি জানান। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের জিলানী বলেন, বিএনপি নেতা মোজাফফরের নিখোঁজের বিষয়ে কেউ অভিযোগ করেনি। অভিযোগ না করলে কীভাবে বুঝব তিনি নিখোঁজ। প্রসঙ্গত, বৃহস্পতিবার গভীর রাতে সাদা পোশাকে আইন প্রয়োগকারী সংস্থার সদস্য পরিচয়ে নগরীর শালবনের নিজ বাড়ি থেকে মোজাফফরকে আটক করে নিয়ে যাওয়া হয়। এরপর থেকে তার সন্ধান মিলছে না।

সর্বশেষ খবর