সোমবার, ২৩ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

মর্যাদা সংকটে তিন মেয়র

নিজামুল হক বিপুল

মর্যাদা সংকটে তিন মেয়র

নির্বাচিত হওয়ার প্রায় সাত মাস পরও ঢাকা সিটি করপোরেশনসহ অন্যান্য সিটি মেয়রদের পদমর‌্যাদার বিষয়টি চূড়ান্ত হয়নি। যার ফলে সরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে ঢাকা ও চট্টগ্রাম সিটির তিন মেয়রকে নিয়ে বিব্রতকর অবস্থায় পড়তে হচ্ছে আয়োজকদের। তাদের কোন আসনে বসাবেন, তাদের পদমর‌্যাদা কী এসব হিসাব মেলাতে পারেন না তারা। শুধু তাই নয়, অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে হাজির হয়ে মেয়ররাও বিব্রতবোধ করেন। মন্ত্রণালয় সূত্র বলছে, ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়রসহ আরও দুই তিনজন মেয়রের পদমর‌্যাদার বিষয়টি আটকে আছে প্রধানমন্ত্রীর ইচ্ছার ওপর। প্রধানমন্ত্রী যদি মেয়রদের মন্ত্রী বা প্রতিমন্ত্রীর মর‌্যাদা দেওয়ার জন্য রাষ্ট্রপতির কাছে সুপারিশ করেন সে ক্ষেত্রে রাষ্ট্রপতি সিদ্ধান্ত  দেবেন। এদিকে, তাদের উপযুক্ত মর‌্যাদা দেওয়ার অনুরোধ জানিয়ে একাধিকবার মন্ত্রিপরিষদ বিভাগকে চিঠি দিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। সর্বশেষ প্রায় ২০ দিন আগে আরেকবার চিঠি দেওয়া হয়েছে। তবে এখনো কোনো সিদ্ধান্ত পাওয়া যায়নি। যদিও স্থানীয় সরকার বিভাগ আশা করছে, শিগগিরই মেয়রদের মর‌্যাদার বিষয়টি সুরাহা হবে। স্থানীয় সরকার বিভাগের সচিব আবদুল মালেক গতকাল বাংলাদেশ প্রতিদিনকে বলেন, আমরা আশা করছি ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়রসহ তিন-চারজন মেয়রকে উপযুক্ত পদমর‌্যাদা দেওয়া হবে। এ জন্য আমরা একাধিকবার মন্ত্রিপরিষদ বিভাগকে চিঠি দিয়েছি। তিনি বলেন, বিষয়টি সম্পূর্ণই প্রধানমন্ত্রীর ইচ্ছার ওপর নির্ভর করে। প্রধানমন্ত্রীর কাছ থেকে নির্দেশনা পেলে মন্ত্রিপরিষদ বিভাগ এ ব্যাপারে ব্যবস্থা নেবে। জানা গেছে, ওয়ারেন্ট অব প্রেসিডেন্সিতে মেয়রদের মন্ত্রী, প্রতিমন্ত্রী বা উপ-মন্ত্রী মর‌্যাদা দেওয়া হয়নি। তবে রাষ্ট্রপতির আদেশে অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের মেয়র ছিলেন পূর্ণমন্ত্রীর মর‌্যাদায়। আর চট্টগ্রাম, সিলেট, খুলনা ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়ররা প্রতিমন্ত্রী মর‌্যাদা ভোগ করতেন। কিন্তু বিগত মহাজোট সরকারের সময় এ আদেশ বাতিল করার পর এসব সিটি করপোরেশনের মেয়ররা আর মন্ত্রী বা প্রতিমন্ত্রীর মর‌্যাদা পাচ্ছেন না। গত ২৮ এপ্রিল ঢাকা দক্ষিণ ও উত্তর এবং চট্টগ্রামের নির্বাচনের পর নবনির্বাচিত মেয়রদের মর‌্যাদার বিষয়টি আবারও নতুন করে আলোচনায় আসে। কিন্তু এখনো এ বিষয়ে সিদ্ধান্ত আসেনি। প্রসঙ্গত, ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচনে ঢাকা উত্তরে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ব্যবসায়ী নেতা আনিসুল হক এবং দক্ষিণে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী সাবেক মেয়র মোহাম্মদ হানিফের ছেলে সাঈদ খোকন নির্বাচিত হন। চট্টগ্রামে নির্বাচিত হন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী সাবেক ছাত্রনেতা আ জ ম নাছির উদ্দিন। এই তিন মেয়র দায়িত্ব নিলেও এখন পর্যন্ত মর‌্যাদা পাননি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর