সোমবার, ২৩ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

প্রার্থী মনোনয়নের ক্ষমতা কার

পৌর নির্বাচনে প্রচারে নিষেধাজ্ঞা মন্ত্রী-এমপিদের

গোলাম রাব্বানী

আসন্ন পৌরসভা নির্বাচনে দলীয়ভাবে মেয়র প্রার্থী মনোনয়ন দেওয়ার ক্ষমতা নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর কোন স্তরের নেতাদের হাতে রাখা হচ্ছে তা স্পষ্ট করতে নির্বাচনী বিধিমালায় কিছু শর্তারোপ করেছে নির্বাচন কমিশন। এক্ষেত্রে নির্বাচনের তসফিল ঘোষণার পাঁচ দিনের মধ্যে রাজনৈতিক দলের পক্ষে মনোনয়ন দেওয়ার ক্ষমতাপ্রাপ্ত নেতাদের (কার্যনির্বাহকের) নামের তালিকা, নমুনা স্বাক্ষরসহ নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট  রিটার্নিং অফিসারের কাছে জমা দেওয়ার বিধান রাখা হচ্ছে সংশোধিত বিধিমালায়। এ ছাড়া রাখা হচ্ছে স্বতন্ত্র হিসেবে মেয়র প্রার্থী হতে ১০০ ভোটারের সমর্থন তালিকা জমা দেওয়ার বাধ্যবাধকতা। অন্যদিকে সংশোধিত আচরণবিধিতে পৌর নির্বাচনে মন্ত্রী-এমপিসহ সরকারি সুবিধাভোগী ব্যক্তিদের নির্বাচনী এলাকায় সফর ও প্রার্থীর পক্ষে প্রচারণায় নিষেধাজ্ঞা ফের বলবৎ করা হচ্ছে। গতকাল সংশোধিত নির্বাচন বিধিমালা ও আচরণ বিধিমালার প্রস্তাবিত সংশোধনী আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ইসি সচিব মো. সিরাজুল ইসলাম। পৌরসভা (সংশোধন) আইন-২০১৫ এর গেজেট শনিবার জারি হয়েছে। গতকাল তা হাতে পেয়ে দুটি বিধিমালা চূড়ান্ত করে ইসি। সংশোধিত বিধিমালার যেদিন গেজেট হবে সেদিনই তফসিল দেওয়ার প্রক্রিয়া চলবে। গত বৃহস্পতিবার পৌরসভা অধ্যাদেশ বাতিল করে শুধু মেয়র পদে দলীয় মনোনয়নের বিধান রেখে পৌরসভা (সংশোধন) বিল জাতীয় সংসদে পাস করা হয়। এর আগে অধ্যাদেশ জারির পর মন্ত্রী-এমপিদের প্রচারণায় অংশগ্রহণের সুযোগ রেখে আচরণবিধির খসড়া করায় ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয়েছিল নির্বাচন আয়োজনকারী সংস্থাটিকে। এ বিষয়ে ইসি সচিব মো. সিরাজুল ইসলাম বলেন, এবার গতবারের মতো তা করা হয়নি। সরকারের মন্ত্রী-এমপিসহ সরকারি-সুবিধাভোগী ব্যক্তিরা কোনো প্রার্থীর পক্ষে পৌর নির্বাচনী প্রচারণায় যেতে পারবেন না- এমন বিধানই রাখা হয়েছে। কাউন্সিলর প্রার্থীদের দলীয় মনোনয়নের সুযোগটি বাতিল হওয়ায় বিধিমালায়ও সংশোধন আনা হয়েছে। সচিব জানান, মেয়র পদে দলীয় মনোনয়ন দেওয়ার জন্য দলের সভাপতি বা সাধারণ সম্পাদক বা সমপর‌্যায়ের পদাধিকারী বা ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির প্রত্যয়নের বিধান রাখা হয়েছে। রাজনৈতিক দলগুলোকে এক্ষেত্রে তফসিল ঘোষণার পাঁচ দিনের মধ্যে রিটার্নিং অফিসারের কাছে ও ইসি সচিবালয়ে দলের ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির নাম, পদবি ও নমুনা স্বাক্ষরসহ একটি চিঠি দিতে হবে। মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী হতে স্থানীয় ১০০ ভোটারের সমর্থনযুক্ত তালিকা জমা দেওয়ার বিধান রাখা হয়েছে বলে জানান সচিব। স্বতন্ত্র প্রার্থীদের মনোনয়নপত্রের সমর্থন যাচাই করার জন্য তালিকা থেকে দ্বৈবচয়নের ভিত্তিতে পাঁচজনকে বাছাই করা হবে। দল মনোনীত মেয়র প্রার্থীর জন্য এক লাখ টাকা দলীয় ব্যয় রাখাসহ আইনের আলোকে মনোনয়নপত্র, প্রতীক ব্যবহারে প্রয়োজনীয় সবকিছুতে সংশোধনী এনে বিধিমালা করা হয়েছে। বিধিমালা হাতে পেলেই তফসিল ঘোষণা করবে ইসি। এ বিষয়ে ইসি সচিব সিরাজুল ইসলাম বলেন, আইন মন্ত্রণালয়ের ভেটিং শেষে বিধিমালা গেজেট আকারে জারি করার পরই তফসিল ঘোষণা করা হবে। এ জন্য সবকিছু দ্রুত প্রস্তুত রাখা হচ্ছে। ইসি কর্মকর্তারা জানান, আজ আইন মন্ত্রণালয় বিধিমালায় ভেটিং শেষে ইসিতে পাঠালে তা কমিশন আরেকবার দেখবে। মন্ত্রণালয়ের সঙ্গে ইসির দ্বিমত না থাকলে বিধিমালা জারির জন্য এসআরও নম্বর দিতে আইন মন্ত্রণালয়ে তা ফের পাঠানো হবে। এসআরও নম্বর যোগ হলেই বিধিমালা গেজেট প্রকাশ করবে। আগামী বৃহস্পতিবারের মধ্যে তফসিল দেওয়ার প্রক্রিয়া চলছে।

এর মধ্যে কমিশন সভা যেদিন বসবে সেদিন তফসিল দেওয়ার সম্ভাবনা রয়েছে।

সর্বশেষ খবর