মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

টানাপড়েনের পৌর নির্বাচন

আওয়ামী লীগ এমপিদের পছন্দ বউ পুত্র ভাই শ্যালক

রফিকুল ইসলাম রনি

টানাপড়েনের পৌর নির্বাচন

ঢাকার অদূরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে হাসিনা গাজীকে। তিনি নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সরকারদলীয় এমপি গোলাম দস্তগীর গাজীর স্ত্রী। হাসিনা গাজী রূপগঞ্জ উপজেলা মহিলা আওয়ামী লীগ ও মহিলা সংস্থার সভানেত্রীর দায়িত্বে রয়েছেন। সিরাজগঞ্জের বেলকুচি পৌরসভায় দলীয় মনোনয়ন পেতে যাচ্ছেন ইউপি চেয়ারম্যান আশানুর বিশ্বাস। তিনি সাবেক মন্ত্রী, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক আবদুল লতিফ বিশ্বাসের স্ত্রী। নেত্রকোনার দুর্গাপুর পৌরসভা নির্বাচনে এবার দলীয় প্রার্থী হতে জোর তদবির-লবিং চালাচ্ছেন সাবেক এমপি মরহুম জালাল তালুকদারের একমাত্র কন্যা ঝুমা তালুকদার। ঝুমা তালুকদার যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়ের ছোট ভাই মাসুদ খান জনির দ্বিতীয় স্ত্রী। অভিযোগ রয়েছে, দুর্গাপুরে ভাইয়ের স্ত্রী ঝুমা এবং নেত্রকোনা পৌরসভায় ভাই জনিকে দলীয়  প্রার্থী করতে চান উপমন্ত্রী আরিফ খান জয়। শুধু তারাবো, বেলকুচি, দুর্গাপুর ও নেত্রকোনায়ই নয়, এবারের পৌরসভা নির্বাচনে মেয়র পদে দলীয় মনোনয়ন প্রদানে আওয়ামী লীগের মন্ত্রী-এমপি ও নেতাদের পছন্দ নিজের স্ত্রী, পুত্র, ভাই, শ্যালক ও ভগ্নিপতিসহ নিকট-আত্মীয়-স্বজন। স্থানীয় সরকার পর্যায়ে সব জায়গায় আত্তীয়করণের এই প্রতিযোগিতায় নেমেছেন সরকারদলীয় এমপি-মন্ত্রীরা। নির্বাচনী তফসিল ঘোষণা এবং কোন প্রক্রিয়ায় মেয়র পদে দলীয় মনোনয়ন দেওয়া হবে তা চ‚ড়ান্ত না হলেও আওয়ামী লীগের পক্ষ থেকে ইতিমধ্যে বিভিন্ন স্থানে একক প্রার্থী ঘোষণা করা হয়েছে। এ নিয়ে স্থানীয় আওয়ামী লীগে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। চুয়াডাঙ্গার দর্শনা পৌরসভায় প্রার্থী করা হচ্ছে চুয়াডাঙ্গা-২ আসনের আলী আসগর টগরের ছোট ভাই আলী মুনসুর বাবুকে। ইতিমধ্যে তিনি দলীয় প্রার্থী হিসেবে ব্যাপক প্রচারণা চালাচ্ছেন। এ পৌরসভায় আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে রয়েছেন সাবেক মেয়র, দর্শনা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান, যুবলীগ নেতা দর্শনা রেলবাজার দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক সাবির হোসেন মিকা। ভাইয়ের কারণে আলী মুনসুর বাবুকেই শেষ পর্যন্ত দলীয় মনোনয়ন দেওয়া হবে বলে জানা গেছে। চুয়াডাঙ্গা পৌরসভায় দলীয় মনোনয়ন পেতে যাচ্ছেন চুয়াডাঙ্গা-১ আসনের এমপি ও হুইপ সোলায়মান হক জোয়ারদার ছেলুনের ভাই রিয়াজুল ইসলাম টোটন। তিনি বর্তমান মেয়রের দায়িত্ব পালন করছেন। পাবনার ভাঙ্গুড়া পৌরসভা নির্বাচনে প্রার্থী করা হচ্ছে পাবনা-৩ আসনের এমপি মকবুল হোসেনের ছেলে গোলাম হাসনাইন রাসেলকে। এ পৌরসভায় এবার দলীয় মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে রয়েছেন বর্তমান পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুর রহমান, সাবেক ছাত্রনেতা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজাদ খানসহ একাধিক প্রার্থী। আসন্ন পৌরসভা নির্বাচনে এমপির ছেলে রাসেলকেই শেষ পর্যন্ত দলীয় প্রার্থী করা হচ্ছে এমন গুঞ্জন চলছে। এ জন্য সব ধরনের প্রক্রিয়া শেষ করা হয়েছে বলেও স্থানীয়রা জানিয়েছেন। কুষ্টিয়ার খোকসা পৌরসভায় প্রার্থী করা হয়েছে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম তারিককে। তিনি জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খানের বেয়াই। তারিক নিজেকে দলীয় প্রার্থী হিসেবে ইতিমধ্যে প্রচার-প্রচারণা শুরু করেছেন। নাটোর পৌরসভায় প্রার্থী করা হচ্ছে সাজিদুর রহমান চৌধুরীকে। তিনি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর আসনের এমপি শফিকুল ইসলাম শিমুলের ভগ্নিপতি। চাঁপাইনবাবগঞ্জের রহনপুর পৌরসভায় এবারও প্রার্থী হচ্ছেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের এমপি গোলাম মোস্তফা বিশ্বাসের ভাই গোলাম রব্বানী বিশ্বাস। তিনি পৌরসভার বর্তমান মেয়র। একই অবস্থা মাদারীপুরসহ সারা দেশের ২৪২টি পৌরসভার মধ্যে অধিকাংশেই। তফসিল ঘোষণার পরপরই এ দৃশ্য আরও বেশি স্পষ্ট হয়ে উঠবে বলে মনে করেন তৃণমূল আওয়ামী লীগের নেতা-কর্মীরা।

সর্বশেষ খবর