মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

অনুপমে মুগ্ধ ঢাকা

আলী আফতাব

অনুপমে মুগ্ধ ঢাকা

‘আমাকে আমার মতো থাকতে দাও’- বাক্যটা বলতেই যে নামটি মুখে চলে আসে তিনি হলেন অনুপম রায়। তার লেখা এমন অনেক গান এখন মানুষের মুখে মুখে। বাংলা গানের গণ্ডি পেরিয়ে বলিউডের ছবিতেও কাজ করেছেন অনুপম। অমিতাভ বচ্চন, দীপিকা পাড়ুকোন ও ইরফান খান অভিনীত চলতি বছরের ব্যবসাসফল ছবি ‘পিকু’র সব গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন তিনি। ‘বেজুবান’, ‘জার্নি সং’, ‘লামহে গুজার গ্যায়ে’, ‘তেরি মেরি  বাতে’ ইত্যাটি গানগুলো এখনো রয়েছে প্রশংসার তালিকায়। শুধু তাই নয়, এই বাংলায় তার গানে শ্রোতা মুগ্ধতা যেন বাড়ছে দিনকে দিন। সেই সূত্রে ‘দুই বাংলার গান’ শিরোনামে এবার সিরিজ কনসার্টে গান পরিবেশন করলেন তিনি। আর তার সঙ্গে ছিলেন বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী পারভেজ ও ন্যানসি। আর তাই গতকাল বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটি সেজে ছিল একটু ভিন্ন রঙে। তানিয়া আর আরমান পারভেজ মুরাদের উপস্থাপনায় অনুষ্ঠানটি শুরু হয় রাত ৮টা ১০ মিনিটে। ‘যাবি যদি উড়ে দূরে, এই জীবন হারিয়ে যায়, যখন সময় থমকে দাঁড়ায় ইত্যাদি জনপ্রিয় গান নিয়ে প্রথমে মঞ্চে আসেন বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী পারভেজ। একের পর এক সুফি ও আধুনিক গান দিয়ে দর্শকদের মুগ্ধ করে রাখেন তিনি। ৯টা ২০ মিনিটে মঞ্চে আসেন ন্যানসি। তার কণ্ঠের ঝুড়ি থেকেও বেরিয়ে আসে ‘পৃথিবীর যত সুখ, হৃদয়ের কথা, আমি তোমার মনের ভেতন, ইত্যাদি জনপ্রিয় গানগুলো। অনেক গান শোনার পরও দর্শকদের চোখে-মুখে কেমন যেন একটি অপূর্ণতার ছাপ দেখা যায়। তখন দর্শকদের গানে বুদ করতে মঞ্চে আসেন এক দল দামাল ছেলে। তখন দর্শকদের আর বোঝার বাকি থাকে না মঞ্চে কার প্রবেশ ঘটেছে। মিষ্টি হাসি আর অসাধারণ গায়কী নিয়ে শুরু করেন তার প্রথম গান ‘আমি আজ কাল ভালো আছি’। অনুপম মঞ্চে থাকবে আর দর্শকদের অনুরোধ থাকবে না, তা কি হয়। শত দর্শকদের মাঝ থেকে একের পর এক আসতে থাকে অনুরোধ। আর সেই অনুরোধ আর নিজের ভালো লাগার গান দিয়ে আরও ঢাকার দর্শকদের মাতিয়ে গেলেন অনুপম।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর