মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা
চট্টগ্রামে জোড়া খুন

যুব ও ছাত্রলীগের ৬২ জনের বিরুদ্ধে চার্জশিট

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের বহুল আলোচিত রেলওয়ের সিআরবিতে জোড়া খুন মামলার অভিযোগপত্র আদালতে দাখিল করেছেন চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল বিকালে নগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তীর কাছে অভিযোগপত্র জমা দেন মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবির পরিদর্শক আতিক আহমেদ চৌধুরী। যুবলীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবর ও বহিষ্কৃত সাবেক ছাত্রলীগ নেতা সাইফুল আলম লিমনসহ ৬২ জনকে অভিযুক্ত করা হয়েছে। তদন্ত কর্মকর্তা আতিক আহমেদ চৌধুরী বাংলাদেশ প্রতিদিনকে বলেন, অভিযোগপত্র জমা দিয়েছি। প্রক্রিয়া শেষে ম্যাজিস্ট্রেটের কাছে যাবে। অভিযোগপত্রে ৬২ জন আসামি ও ৩৭ জনকে সাক্ষী করা হয়েছে। অভিযোগপত্রে বলা হয়েছে, সিআরবিতে রেলের এক কোটি ১০ লাখ টাকার টেন্ডার নিয়ে আধিপত্য বিস্তার করতে সংঘর্ষে জড়িয়েছিল বাবর ও লিমনের সমর্থকরা। সূত্রমতে, অভিযোগপত্রভুক্ত ৬২ আসামির মধ্যে শাহআলম নামে একজন এজাহারবহির্ভূত আসামি আছেন। বাকি ৬১ জনের নাম মামলার এজাহারে আছে। এজাহারে ৮৭ জনের নাম থাকলেও তদন্তে সাক্ষ্যপ্রমাণ না পাওয়ায় ২৬ জনকে অব্যাহতি দেওয়ার জন্য আদালতের কাছে সুপারিশ করেছেন তদন্তকারী কর্মকর্তা। অভিযোগপত্রভুক্ত আসামির মধ্যে পলাতক আছেন ১২ জন। গ্রেফতার হয়ে জামিনে আছেন ৪৮ জন।

প্রসঙ্গত ২০১৩ সালের ২৪ জানুয়ারি সিআরবিতে রক্তক্ষয়ী সংঘাতে যুবলীগ কর্মী সাজু পালিত (২৮) ও আট বছরের শিশু আরমান নিহত হয়। এ ঘটনায় কোতোয়ালি থানার এসআই মহিবুর রহমান বাদী হয়ে বাবর ও লিমনসহ ছাত্রলীগ-যুবলীগের ৮৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত পরিচয় ৩০ থেকে ৪০ জনকে আসামি কমর কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন। পরে নিহত সাজু পালিতের মা মিনতি পালিত অজিত বিশ্বাসসহ চারজনকে আসামি করে আদালতে হত্যা মামলা দায়ের করেন। আদালত ওই মামলাকে আগের মামলার এজাহারের সঙ্গে অন্তর্ভুক্ত করার জন্য কোতোয়ালি থানাকে নির্দেশ দেন।

সর্বশেষ খবর