মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা
অষ্টম কলাম

পুলিশি নিরাপত্তায় সাকার ১৮ সাক্ষী

সাইদুল ইসলাম, চট্টগ্রাম

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া সালাউদ্দিন কাদের চৌধুরীর (সাকা) গ্রামের বাড়ি রাউজানে অবস্থানরত সাক্ষীরা পুলিশি নিরাপত্তায় রয়েছেন। রাউজানের ১৮ জন সাক্ষীর মধ্যে বেশ কয়েকজন চট্টগ্রাম নগরীতেও বসবাস করেন। সাকা চৌধুরীর রায় কার্যকর ও দাফন সম্পন্নের পরও নিরাপত্তার আশঙ্কায় তাদের বাড়ি এবং নূতন চন্দ্র সিংহের ব্যবসায়িক প্রতিষ্ঠানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে টহল ও নজরদারি অব্যাহত রয়েছে বলে জানান রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ। সাক্ষীরা হচ্ছেন- প্রফুল­ রঞ্জন সিংহ, দেবব্রত, বিজয় চৌধুরী, পরিতোষ কুমার পালিত, সুবল, আশীষ চৌধুরী, ডা. অরুনাঞ্জ, বিমল চৌধুরী, গৌরাঙ্গ সিংহ, অলীর বরণ ভর, প্রফুলা রানী, বাসন্তী ঘোষ, তপনা রানী, জ্ঞানতি বালা, বিরঙ্গ পাল, উর্মিদা পাল, প্রভা রানী ও সাধন পাল। এর মধ্যে ইতিমধ্যে মারাও গেছেন কয়েকজন। এদিকে সাকার অনুগতরা যে কোনো সময় প্রতিশোধ পরায়ণ হয়ে হামলা ও নাশকতা করতে পারেন এমন আশঙ্কায় পুলিশও করা নিরাপত্তায় প্রস্তুত রয়েছে। রাউজানের ১০ নম্বর পূর্বগুজরা ইউপি চেয়ারম্যান আব্বাস উদ্দিন আহমেদ বলেন, নিরাপত্তার বিষয়ে প্রশাসন নিয়মিত টহল দিচ্ছে।

রাউজান উপজেলা (দক্ষিণ) ছাত্রলীগের সভাপতি আবদুল জব্বার সোহেল বলেন, স্বাধীনতা পরবর্তীতেও সাকা চৌধুরী রাউজানে সন্ত্রাসের রাজত্বকায়েম করেছে। তার ইশারায় খুন হয়েছেন ছাত্রলীগ নেতা বাবর-মুজিব, ইকবাল-জামিল ও লিটন-সোহেলসহ অসংখ্য দলীয় নেতা-কর্মীও। মাস্টারদার রাউজানের ঐতিহ্যবাহী সুনামকে ক্ষুণ্নকরেছে এই যুদ্ধাপরাধী।

সর্বশেষ খবর