বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

ছিটমহলের জমি কিনছে সরকার

টাকা দিচ্ছে অর্থ বিভাগ

রুকনুজ্জামান অঞ্জন

বিলুপ্ত ছিটমহলের বাংলাদেশ অংশে বসবাসকারী ভারতের নাগরিকদের ফেলে যাওয়া জমি কিনে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। জমির মূল্য অনুযায়ী বরাদ্দকৃত বাজেট ছাড় করতে গতকাল এ সংক্রান্ত নথিতে স্বাক্ষর করেছেন অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাহবুব আহমেদ। নথি অনুমোদনের পর পরই পঞ্চগড় জেলা প্রশাসকের কাছে বরাদ্দকৃত বাজেট পাঠিয়ে দেওয়া হয়েছে। বিষয়টি স্বীকার করে মাহবুব আহমেদ বাংলাদেশ প্রতিদিনকে বলেন, আমরা সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের বর্তমান বাজার দর অনুসারে ছিটমহলে ভারতে চলে যাওয়া নাগরিকদের জমি কেনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছি। এ খাতে প্রয়োজনীয় বাজেট বরাদ্দ  রয়েছে বলেও জানান তিনি। অর্থ বিভাগ জানায়, গতকাল পঞ্চগড় জেলার ছিটমহলে ভারতীয় নাগরিকদের ফেলে যাওয়া আট একর জমি কেনার জন্য ৬৮ লাখ টাকা পাঠানো হয়েছে। এতে প্রতি শতক জমির মূল্য নির্ধারণ হয়েছে ৮ হাজার ১০০ টাকা। কর্মকর্তারা জানান, আলোচনায় দুই পক্ষের মধ্যে সিদ্ধান্ত ছিল- ছিটমহল বিনিময় চূড়ান্ত হলে এসব ছিটমহলের বাসিন্দারা যদি অন্য দেশের নাগরিক হতে চান তাহলে বর্তমান স্থানের জমিজমা জেলা ম্যাজিস্ট্রেটের অনুমতি সাপেক্ষে বিক্রি করে নগদ অর্থ যে দেশের নাগরিক হতে চান সে দেশে নিয়ে যেতে পারবেন। সে অনুযায়ী ভারতের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে সরকার জমি কিনে নেওয়ার সিদ্ধান্ত নেয়। জানা গেছে, গত ১৭ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত দুই দেশের স্বরাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে ভারতীয় নাগরিকদের ফেলে যাওয়া জমি বাংলাদেশকে কিনে নেওয়ার প্রস্তাব দেয় ভারত। বৈঠকে ভারত জানায়, সে দেশে দ্বৈত নাগরিকত্বের ব্যবস্থা নেই। ফলে যারা ভারতে চলে যাচ্ছেন তাদের জমি বাংলাদেশ সরকার কিনে নিতে পারে। ভারতের দেওয়া এ প্রস্তাবের পক্ষে সচিব পর্যায়ের বৈঠকে সম্মতি দিয়ে বলা হয়, এটা নির্ভর করবে এ দেশের সরকারের ওপর। পরে সরকারের উচ্চপর্যায়ের সিদ্ধান্ত পাওয়ার পর গতকাল অর্থ বিভাগ টাকা ছাড় করে। গত ৩১ জুলাই মধ্যরাতে বাংলাদেশ ও ভারতে অবস্থিত ১৬২টি ছিটমহল দুই দেশের মধ্যে বিনিময় হয়। ১৯৭৪ সালে স্থলসীমা বিনিময় চুক্তি সংশোধনের মাধ্যমে বাংলাদেশ ও ভারতের মধ্যে এ ছিটমহল বিনিময় হয়। চুক্তি অনুসারে বাংলাদেশের ৫১টি ছিটমহল (৭ হাজার ১১০ একর জমি) ভারতের অংশ হয়ে যায়। আর ভারতের ১১১টি ছিটমহল (১৭ হাজার ১৬০ একর জমি) বাংলাদেশের অংশ হয়। বাংলাদেশের অভ্যন্তরে থাকা ১১১টি বিলুপ্ত ছিটমহলের ৪১ হাজার ৪৪৯ জন নাগরিকের মধ্যে ৯৭৯ জন ভারতে যাওয়ার আবেদন করেছেন। এসব বিলুপ্ত ছিটমহলবাসীর বেশির ভাগের জমি এখনো বাংলাদেশে অবিক্রীত রয়েছে। এরই মধ্যে কয়েক দফায় পঞ্চগড় থেকে প্রায় শতাধিক ছিটমহলের বাসিন্দা ভারতে চলে গেছেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর