শনিবার, ২৮ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

মুক্তিপণের জন্য নারায়ণগঞ্জে আবার শিশু অপহরণ হত্যা

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

মুক্তিপণের জন্য নারায়ণগঞ্জে আবার শিশু অপহরণ হত্যা

রুপা

আড়াইহাজারে শিশু শ্রেণির ছাত্রী রুপাকে (৫) অপহরণ করে সাড়ে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। নির্ধারিত সময়ের মধ্যে দাবিকৃত টাকা না পাওয়ায় শিশুটিকে শ্বাসরোধে হত্যার পর সড়কের পাশে ফেলে রেখে যায় অপহরণকারীরা। পুলিশ মৃতদেহ উদ্ধার করে এবং হত্যার সঙ্গে জড়িত দুজনকে গ্রেফতার করেছে। আড়াইহাজার থানার ওসি সাখাওয়াত হোসেন জানান, বৃহস্পতিবার দুপুরে উপজেলার দুপ্তারা ইউনিয়নের গিরদা গ্রামের মালয়েশিয়া প্রবাসী হজরত আলীর একমাত্র কন্যা হাফছা আক্তার রুপা বাড়ির পাশে খেলা করতে গিয়ে নিখোঁজ হয়। তাকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। ওই দিন সন্ধ্যায় গিরদা বাজারে লোকমানের ফ্লাক্সিলোডের দোকানে অপহরণকারীরা ফোন করে রুপার মা ও  দাদীকে খবর দিতে বলে যে, সন্ধ্যার মধ্যে যদি তাদের সাড়ে তিন লাখ টাকা দেওয়া হয় তবে রুপাকে ফেরত দেওয়া হবে। লোকমান তাৎক্ষণিক বিষয়টি রুপার মা লিপি আক্তার ও দাদী সাফিয়া বেগমকে জানান। ঘটনাটি থানা পুলিশকে জানালে সন্ধ্যার পর থেকেই অপহৃত হাফছা আক্তার রুপাকে উদ্ধারে বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। রাত ২টার দিকে গিরদা পাকা সড়কের পাশে রুপার মৃতদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী। খবর পেয়ে গতকাল সকালে পুলিশ রুপার লাশ উদ্ধার করে। মুক্তিপণ চাওয়া মোবাইল ফোনের সূত্র ধরে গতকাল ভোরে পুলিশ অপহরণের সঙ্গে জড়িত থাকার সন্দেহে রাব্বি (১৫) ও শাজাহান (৫৫) নামে দুজনকে গ্রেফতার করেছে। লিপি আক্তার জানান, রুপা গিরদা নজরুল ইসলাম বাবু প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির ছাত্রী। পুলিশের একটি সূত্র জানায়, অপহরণ ও হত্যাকাণ্ডের সঙ্গে ৬-৭ জন জড়িত বলে গ্রেফতারকৃত রাব্বি পুলিশের কাছে স্বীকার করেছে।

সর্বশেষ খবর