শনিবার, ২৮ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

প্রত্যাশা অনুযায়ী দাম কমছে না শীতের সবজির

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর নিত্যপণ্যের বাজারে শীতের সবজির আমদানি বাড়লেও দাম খুব একটা কমেনি। গত সাত দিনের ব্যবধানে টমেটো, কাঁচামরিচ, ধনেপাতা ও পিয়াজের দাম কেজিতে পাঁচ থেকে দশ টাকা কমেছে। তবে ভোজ্যতেল ও মাছের দাম কিছুটা বেড়েছে। রাজধানীর মিরপুর ও মোহাম্মদপুর বাজার ঘুরে দেখা যায়, গত সপ্তাহে কাঁচাবাজারে পণ্যের যে মূল্য ছিল, অনেক ক্ষেত্রে সেই দামে বিক্রি হচ্ছে। বাজারে গিয়ে আরও দেখা গেছে, প্রতি  কেজি বেগুন ৩৫-৪০ টাকায়, সাদা গোল বেগুন ৪০-৪৫ টাকায়,  কাঁচামরিচ ৬০-৭০, টমেটো ৮০-৯০, গাজর ৩৫-৪০, শসা ২৫-৩০, করল্লা ৪০-৫০, ঝিঙে ৪০, পটোল ৩৫-৪০, কাঁকরোল ৪৫-৫০ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া  ঢেঁড়স ৪০ টাকায়, চিচিঙ্গা ৪০, পেঁপে ৩০, জলপাই ৩০, ধুন্দুল ৩০, বরবটি ৪০, কচুরমুখি ৩৫, লতি ৩০ টাকায় বিক্রি হচ্ছে। বাজারে সাদা গোল আলু (পুরনো) বিক্রি হচ্ছে ৩২ টাকায়। এ ছাড়া প্রতি কেজি নতুন গোল আলু ৮০-৯০ টাকায় বিক্রি হচ্ছে।

বাজারে প্রতিটি বড় লাউ ৪০ টাকায় এবং ছোট লাউ ৩৫ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া প্রতিটি ছোট কুমড়া ৫০ টাকা এবং বড় কুমড়া ৬০-৮০ টাকায় বিক্রি হচ্ছে। মিরপুর বাজারের খুচরা ব্যবসায়ী জানান, এ বাজারে কাঁচাপণ্য বেশি আসছে। দাম দিন দিন আরও কমবে। এ বাজারের সবজি ব্যবসায়ী ইসমাইল হোসেন জানান, বাজারে এখন সব পণ্যের দামই কম। শীতকালীন পণ্য আমদানি বাড়ার কারণে দাম হাতের নাগালে রয়েছে। এদিকে বাজারে মানভেদে প্রতি কেজি ভারতীয় পিয়াজ ৪৫-৪৮ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া মানভেদে প্রতি কেজি দেশি পিয়াজ ৫২-৫৫ টাকায় বিক্রি হচ্ছে। বাজারে প্রতি কেজি দেশি রসুন ৭০-৮০ টাকায় এবং আমদানি করা রসুন ১০০-১১০ টাকায় বিক্রি হচ্ছে। প্রতি কেজি আদা ৮০-১০০ টাকায় বিক্রি হচ্ছে। এদিকে মোহাম্মদপুর বাজারে প্রতি হালি ব্রয়লার মুরগির ডিম ৩৬ টাকায় বিক্রি হচ্ছে। তবে হাঁসের ডিমের দাম বেড়েছে। প্রতি হালি হাঁসের ডিম ৪২-৪৪ ?টাকায় বিক্রি হচ্ছে। গত সপ্তাহে প্রতি হালি হাঁসের ডিম ৪০ ?টাকায় বিক্রি হয়েছে। আরও দেখা যায়, গত সপ্তাহের তুলনায় মাছের দাম কিছুটা বেড়েছে। তেলাপিয়া, পুঁটি, ইলিশ, পাঙ্গাশ ও টেংরার দাম কেজিতে ১০-২০ টাকা বেড়েছে।

বাজারে প্রতি কেজি ব্রয়লার মুরগি (সাদা) বিক্রি হচ্ছে ১৩৫-১৪০ টাকা। মুরগি (লাল) ১৪৫-১৫০ টাকায় বিক্রি হচ্ছে। বাজারে গরুর ?মাংসের দাম অপরিবর্তিত রয়েছে। প্রতি কেজি গরুর মাংস ৩৮০-৪০০ টাকায় বিক্রি হচ্ছে। রাজধানীতে খাসির মাংসের দাম গত সপ্তাহে বেড়ে এখনো তা অপরিবর্তিত রয়েছে। বাজারে প্রতি কেজি খাসির মাংস বিক্রি হচ্ছে ৫৫০-৬২০ টাকায়। এ ছাড়া চালের বাজারে মানভেদে প্রতি কেজি মিনিকেট ৪২-৪৪ টাকায়, নাজিরশাইল ৪৭-৪৮, মোটা চাল ৩০-৩২ টাকায় বিক্রি হচ্ছে। বাজার বণিক সমিতির সদস্য হাজী রহিম  শেখ বলেন, আগের চেয়ে বর্তমানে পণ্যের দাম ক্রেতাদের হাতের নাগালে আছে। কাঁচাবাজারের পণ্যের দাম আরও কমবে।

সর্বশেষ খবর