শনিবার, ২৮ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

নাটোরে দুই যুবলীগ কর্মী গুলিবিদ্ধ

নাটোর প্রতিনিধি

নাটোরে প্রতিপক্ষের হামলায় আসন্ন পৌর নির্বাচনে ৪নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী যুবলীগ কর্মী রেদওয়ান সাব্বির (২৬) ও সোহাগ হোসেন (২৪) নামে দুই যুবলীগ কর্মী গুলিবিদ্ধ হয়েছেন। গতকাল শহরের মল্লিকহাটি এলাকায় মোটরসাইকেলে যাওয়ার সময় প্রতিপক্ষ তাদের লক্ষ্য করে গুলিবর্ষণ করে। স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন।

পুলিশ জানায়, শুক্রবার  দুপুরে শহরের কানাইখালী এলাকার মৃত সোনা মিয়ার ছেলে পৌর যুবলীগ কর্মী ও ৪নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী রেদওয়ান সাব্বির এবং মল্লিকহাটি এলাকার মৃত হজরত আলীর ছেলে সোহাগ মোটরসাইকেলে মল্লিকহাটি থেকে তেবাড়িয়া এলাকায় যাচ্ছিল। পথে মল্লিকহাটি চৌধুরী বাগান এলাকায় প্রতিপক্ষ তাদের লক্ষ্য করে গুলিবর্ষণ করে। এতে তারা দুজনই গুলিবিদ্ধ হয়। খবর পেয়ে নাটোর সদর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন এবং আহতদের জবানবন্দি গ্রহণ করেন। হাসপাতালে চিকিৎসাধীন সাব্বির ও সোহাগ জানায়, মল্লিকহাটি এলাকার সেন্টু, রিপন, সামাদসহ ৭-৮ জন তাদের লক্ষ্য করে গুলিবর্ষণ করে। পৌর যুবলীগের আহ্বায়ক সায়েম হোসেন গুলিবিদ্ধ দুজন তার সংগঠনের কর্মী বলে নিশ্চিত করেন। তবে কারা কি কারণে এ ঘটনা ঘটায় তা তিনি জানেন না। নিজেদের মধ্যে কিছু একটা নিয়ে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে তিনি ধারণা করেন। সদর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলাম জানান, বিভিন্ন বিষয় নিয়ে নিজেদের মধ্যে দলাদলির কারণে এ হামলার ঘটনা ঘটে। ঘটনার সঙ্গে জড়িত চারজনের নাম পাওয়া গেছে। পুলিশ তাদের  গ্রেফতারে অভিযান চালাচ্ছে।

সর্বশেষ খবর