রবিবার, ২৯ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

মাইগ্রেশনের মাধ্যমে দেশে এইডস ঝুঁকি বাড়ছে

নিজম্ব প্রতিবেদক

মাইগ্রেশনের মাধ্যমে বাংলাদেশে এইডস ঝুঁকি বাড়ছে। এইডস রোগের কারণ, প্রতিকার ও এ সম্পর্কে সচেতনতা সৃষ্টির মাধ্যমে এ রোগের  হার কমিয়ে আনা সম্ভব। গতকাল রাজধানীর ধানমন্ডিতে আহ্ছানিয়া মিশনের প্রধান কার্যালয়ে এইডস-বিষয়ক এক সংবাদ সম্মেলনে বক্তারা এ কথা বলেন। আহ্ছানিয়া মিশনের প্রেসিডেন্ট কাজী রফিকুল আলমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের মহাপরিচালক মো. শাহ আলমগীর। অনুষ্ঠানে মূল বক্তব্য উপস্থাপন করেন সেভ দ্য চিলড্রেনের উপপরিচালক শেখ মাসুদুল আলম। সংবাদ সম্মেলনে বলা হয়, বাংলাদেশে ২০১৪ সাল পর্যন্ত এইডস আক্রান্ত রোগীর সংখ্যা ৮ হাজার ৯০০। বাংলাদেশে এখনো ৫০ শতাংশের নিচে টার্গেট গ্রুপ কভারেজ আওতার বাইরে, যেখানে দরকার ৮০ শতাংশ কভারেজ। আর এইডসের সিস্টার বলা হয় টিবি রোগকে। সারা বিশ্বের মতো বাংলাদেশেও টিবি রোগ থেকে এইডস হওয়ার ঝুঁকি রয়েছে। এইডসে আক্রান্তদের মধ্যে বাংলাদেশে টিবির মাধ্যমে শতকরা ১০ ভাগেরও বেশি আক্রান্ত হচ্ছে।

সর্বশেষ খবর