রবিবার, ২৯ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

ভারত ছাড়লেন আমির খান, তবে চিকিৎসার জন্য

কলকাতা প্রতিনিধি

ভারত ছাড়লেন আমির খান, তবে চিকিৎসার জন্য

ভারতজুড়ে অসহিষ্ণুতা ইস্যুতে বিতর্কের মধ্যেই ভারত ছাড়লেন বলিউড অভিনেতা আমির খান। শুক্রবার রাতে তিনি যুক্তরাষ্ট্রের উদ্দেশে পাড়ি দেন। তবে পাকাপাকিভাবে নয়, চিকিৎসার জন্য। চিকিৎসা শেষে ফিরবেন আমির খান।

প্রসঙ্গত, গত সোমবার দিল্লিতে এক  অনুষ্ঠানে অসহিষ্ণুতা নিয়ে মুখ খুলে নিজের আশঙ্কার কথা জানিয়ে আমির বলেছিলেন, ‘পরিবেশ এখন এমন হয়ে উঠছে যে, আমার স্ত্রী কিরণ দেশ ছাড়ার কথাও বলছে। আমি যখন আমার বাসায় কিরণের সঙ্গে কথা বলি তখন ও বলে তাহলে কি আমাদের এই দেশ ছেড়ে অন্য কোথাও চলে যাওয়া উচিত? ছেলের ভবিষ্যতের কথা ভেবে ও খুব ভয় পায়...।’  আমিরের এই মন্তব্যের পরই দেশজুড়ে বিতর্ক ছড়ায়। রাজনৈতিক নেতা থেকে শুরু করে বলিউড দুই ভাগে ভাগ হয়ে যায়। কংগ্রেস সহসভাপতি রাহুল গান্ধী, দিল্লির মুখমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে অনেকেই আমিরের বক্তব্যকে সমর্থন জানান। আবার অনুপম খের, পরেশ রাওয়াল, শাহনাজ হুসেন প্রমুখ আমিরের বক্তব্যের বিরোধিতা করেন। এমন পরিস্থিতিতে আমিরের ব্যক্তিগত নিরাপত্তার পাশাপাশি তার বাসার নিরাপত্তাও বাড়ানো হয়। যদিও পরবর্তীতে আমির জানান, ভারত ছাড়ার কোনো ইচ্ছাই তার পরিবারের নেই। আজীবন এই ভারতেই থাকতে চান। কিন্তু আমিরের সেই মন্তব্যের পরই শুক্রবার সন্ধ্যায় মুম্বাই আন্তর্জাতিক বিমানবন্দরের লাউঞ্জে ‘পিকে’, ‘দঙ্গল’-এর অভিনেতাকে দেখা মাত্রই গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে কী পাকাপাকিভাবে ভারত ত্যাগ করছেন মি. পারফেকসনিস্ট আমির খান! কড়া নিরাপত্তার মধ্যেই মুম্বাই বিমানবন্দরে পৌঁছান তিনি। যদিও তার সঙ্গে স্ত্রী কিরণকে দেখা যায়নি। এরপর মুম্বাই থেকে দিল্লি হয়ে আমেরিকায় পাড়ি দেন। সূত্রের খবর, চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে গেছেন তিনি। চিকিৎসার পর দেশে ফিরে আসবেন। সম্প্রতি পাঞ্জাবের লুধিয়ানায় ‘দঙ্গল’-এর শুটিং করতে গিয়ে কাঁধে চোট পান আমির। এরপরই মুম্বাইয়ে ফিরে আসেন তিনি। চিকিৎসকরা তাকে বেশকিছু দিন বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছিলেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী যুক্তরাষ্ট্রে গিয়ে বিশ্রাম নেওয়ার পাশাপাশি চিকিৎসাও করাবেন আমির খান।

সর্বশেষ খবর