রবিবার, ২৯ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

কক্সবাজারে ফায়ারিং মহড়ায় সেনা সদস্য নিহত

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের উখিয়া মনখালী ফায়ারিং রেঞ্জে বাংলাদেশ সেনাবাহিনীর বিমান বিধ্বস্তীকরণ মহড়ায় এক সেনা সদস্য নিহত হয়েছেন। তিনি হলেন করপোরাল ইব্রাহিম খলীল। গতকাল সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় আহত হয়েছেন আরও তিন সেনা সদস্য। তারা হলেন লেন্স করপোরাল হাবীব, সার্জেন্ট হুমায়ুন ও সৈনিক রাসেল। আহতদের জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। হতাহতদের বিস্তারিত পরিচয় জানা সম্ভব হয়নি। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। কক্সবাজার জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. সোলতান আহমদ সিরাজী জানান, আহত তিন সেনা সদস্যের চিকিৎসা চলছে। প্রাথমিক চিকিৎসা শেষে রাতে তাদের ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে আনা হয়। রামু সেনানিবাসের ব্রিগেডিয়ার জেনারেল গোলাম ফারুক জানিয়েছেন, মনখালীতে সেনাবাহিনীর শীতকালীন মহড়া চলছিল। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিমানবিধ্বংসী কামানের গোলা ভরার সময় বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই একজন নিহত এবং তিনজন আহত হন।

সর্বশেষ খবর