সোমবার, ৩০ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

বহু প্রত্যাশার জলবায়ু সম্মেলন শুরু আজ

নিজামুল হক বিপুল, প্যারিস থেকে

বহু প্রত্যাশার জলবায়ু সম্মেলন শুরু আজ

লিগ্যাল বাইন্ডিং এগ্রিমেন্ট (এলবিএ) হবে কি হবে না- এমন অনিশ্চয়তার মধ্য দিয়ে ফ্রান্সের রাজধানী প্যারিসে আজ থেকে শুরু হচ্ছে বিশ্ব জলবায়ু সম্মেলন (কপ-২১)। যদিও মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, এখনই লিগ্যাল বাইন্ডিং এগ্রিমেন্ট হওয়ার সম্ভাবনা কম। কারণ তার দেশ এখনই চুক্তির পক্ষে নয়। অবশ্য ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ বলেছেন, তারা কোপেনহেগেনের মতো ভুল প্যারিসে করবেন না। এখানে লিগ্যাল বাইন্ডিংয়ের ওপর তারা জোর দিয়েছেন। একই কথা বলেছেন ইউএনএফসিসির প্রেসিডেন্ট লরেন ফেবুলাস। প্যারিসে সম্প্রতি ঘটে যাওয়া সন্ত্রাসী হামলার পর কপ-২১-কে ঘিরে সিভিল সোসাইটির সংগঠন ফ্রেন্ডস ফর দ্য আর্থকে ফ্রান্স সরকার কোনো রকম সমাবেশের অনুমতি না দেওয়ায় সংগঠনটি গতকাল প্যারিসের পেলেস দ্য লা রিপাবলিকানের সামনে ১০ হাজার জুতার প্রদর্শনী করে প্রতিবাদ জানিয়েছে। বহু প্রত্যাশা নিয়ে আজ থেকে প্যারিসে শুরু হচ্ছে বিশ্ব জলবায়ু সম্মেলন কপ-২১। ইউএনএফসিসির তথ্য অনুযায়ী, এবারের সম্মেলনে বিশ্বের ১৪৭টি দেশের রাষ্ট্রপ্রধানরা অংশ নেবেন। স্থানীয় সময় দুপুর ১১টায় সম্মেলনের উদ্বোধন করবেন ফ্রান্সের প্রেসিডেন্ট ওলাঁদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ইউএনএফসিসির প্রেসিডেন্ট লরেন ফেবুলাস। উদ্বোধনী অনুষ্ঠানের পর সম্মেলনে একে একে বক্তব্য রাখবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা, রাশিয়ার প্রেসিডেন্ট ভ­াদিমির পুতিন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ বিশ্বের ১৪৭ দেশের রাষ্ট্রপ্রধানরা। এই তালিকায় বাংলাদেশের নামও আছে। তবে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সফর বাতিল করায় তার পক্ষে বাংলাদেশের পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর বক্তব্য রাখার কথা রয়েছে।    

কোপেনহেগেনে কোনো রকম চুক্তি না হওয়ায় গত পাঁচ বছর ধরে চলতে থাকা সম্মেলনে প্যারিসকে ঘিরে একটা বড় ধরনের প্রত্যাশা তৈরি হচ্ছিল। সবার আশা ছিল, জলবায়ু পরিবর্তনের কারণে হুমকির মুখে থাকা বিশ্বকে রক্ষায় ২১ শতকের মধ্যে তাপমাত্রার বৃদ্ধি ২ ডিগ্রিতে ধরে রাখতে একটা আইনি কাঠামো বা লিগ্যাল বাইন্ডিং এগ্রিমেন্ট (এলবিএ) এবারের প্যারিস সম্মেলনে করা যাবে। এ জন্য সম্মেলনের শুরুতে কৌশলে বিশ্বের সব রাষ্ট্রপ্রধানদের ডেকে আনা হয়েছে। যাতে সম্মেলনের শুরুতে তাদের দেওয়া বক্তব্য থেকে একটা দিকনির্দেশনা পাওয়া যায় এবং একটা চুক্তিতে পৌঁছা যায়। কিন্তু এই প্রত্যাশায় এখন ছেদ পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্রের পার্লামেন্টে রিপাবলিকানরা গ্রিন এনার্জি প্ল্যান ২০৩০ অনুমোদন না দেওয়ায় প্যারিস চুক্তি নিয়ে বেকায়দায় আছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। তবে বিশ্ব নেতারা আশা করছেন, বারাক ওবামা শেষ পর্যন্ত একটা চুক্তিতে পৌঁছাতে পারবেন। কপ-২১ এর উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে সব ধরনের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। সম্মেলনে বিভিন্ন দেশ প্যাভিলিয়ন দিয়েছে। আজ ভারতের প্যাভিলিয়নের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে বিশ্বের বিভিন্ন দেশ বিশ্ব জলবায়ু সম্মেলনে প্যাভিলিয়ন দিলেও জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে বেশি ঝুঁকির মুখে থাকা বাংলাদেশের কোনো প্যাভিলিয়ন নেই।

সর্বশেষ খবর