সোমবার, ৩০ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

পিলখানা হত্যা মামলায় রাষ্ট্রের যুক্তিতর্ক শেষ

নিজস্ব প্রতিবেদক

পিলখানা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের ডেথ রেফারেন্স ও আসামিদের আপিল শুনানিতে রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়েছে। গতকাল বিচারপতি মো. শওকত হোসেন, বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী ও বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারের সমন্বয়ে গঠিত তিন সদস্যের বেঞ্চ এ মামলার শুনানি গ্রহণ করেন। রাষ্ট্রপক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। আজ থেকে আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শুরুর দিন ধার্য করা হয়েছে। ২০০৯ সালে তৎকালীন বিডিআর সদর দফতরে বিদ্রোহের ঘটনায় ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহত হন। ওই ঘটনায় করা হত্যা মামলায় ২০১৩ সালের ৫ নভেম্বর ১৫২ জনকে মৃত্যুদণ্ড, ১৬১ জনকে যাবজ্জীবন এবং ২৫৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন জজ আদালত। রায়ের পর ডেথ রেফারেন্স হাইকোর্টে আসে। দণ্ডের বিরুদ্ধে আপিল ও জেল আপিল করে আসামিপক্ষ। এ ছাড়া ৬৯ জনকে খালাসের রায়ের বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষ।

সর্বশেষ খবর