মঙ্গলবার, ১ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা
জাপানি নাগরিক হত্যা

সেই তিন যুবনেতা ১০ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক, রংপুর

অস্ত্র ও গুলিসহ চাঁপাইনবাবগঞ্জে আটক রংপুরের যুবলীগ ও যুবদলের সেই তিন নেতাকে জাপানি নাগরিক হত্যা মামলায় গ্রেফতার দেখানোর পর জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ। গতকাল বিকালে মামলার তদন্ত কর্মকর্তা রংপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালতের বিচারক শফিউল আলম ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা রংপুর মহানগর যুবদল নেতা রাজিব হাসান সুমন ওরফে মেরিল সুমন, নওশাদ হোসেন রুবেল ওরফে ব্ল্যাক রুবেল এবং যুবলীগ নেতা কাজল চন্দ্র বর্মন ওরফে ভরসা কাজলকে জাপানি নাগরিক কোনিও হোশি হত্যা মামলায় গ্রেফতারের আবেদন করলে একই আদালত তা মঞ্জুর করেন। গত ১২ নভেম্বর মধ্যরাতে চাঁপাইনবাবগঞ্জ থেকে র‌্যাবের হাতে অস্ত্র ও গুলিসহ আটক হন এই তিন নেতা। চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় তাদের বিরুদ্ধে অস্ত্র মামলা হয়েছে। সে মামলায়ও তাদেরকে দুদিনের রিমান্ডে নিয়েছিল পুলিশ। এদিকে গতকালও কোনিও হোশি হত্যা মামলার আসামি হুমায়ুন কবীর হীরা ও বিএনপি নেতা রাশেদ উন নবী খান বিপ্লবের জামিন নামঞ্জুর করেছেন রংপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালত।  প্রসঙ্গত, গত ৩ অক্টোবর সকালে রংপুর নগরীর মুন্সিপাড়া এলাকায় ৬৬ বছরের কোনিও হোশিকে গুলি করে হত্যা করে পালিয়ে যায় তিনজন মুখোশধারী মোটরসাইকেল আরোহী।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর