শুক্রবার, ৪ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

সব ধরনের কাঁচা পাট রপ্তানি নিষিদ্ধ

নিজস্ব প্রতিবেদক

সব ধরনের কাঁচা পাট রপ্তানি বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। গতকাল বস্ত্র ও পাট মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন প্রকাশ করেছে। এতে বলা হয়, পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন-২০১০-এর সঠিক বাস্তবায়নের জন্য পাট অধ্যাদেশ ১৯৬২ এর ৪ ও ১৩ ধারা মোতাবেক যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব ধরনের কাঁচা পাট রপ্তানি বন্ধ রাখা হলো।

এদিকে, পাটপণ্যের ব্যবহার বাড়াতে পাটের বস্তার দাম ১০ শতাংশ কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। ২৩ নভেম্বর থেকে আগামী বছরের ৩১ জানুয়ারি পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে। পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক করার পর ৩০ নভেম্বর থেকে অভিযান পরিচালনা করছে সরকার। ধান, চাল, গম, ভুট্টা, সার, চিনি সংরক্ষণ ও পরিবহনে পাটের বস্তার ব্যবহার নিশ্চিত করতে এ অভিযান পরিচালনা করা হচ্ছে। ছয়টি পণ্যে শতভাগ পাটের বস্তার ব্যবহার নিশ্চিত না হওয়া পর্যন্ত এ অভিযান পরিচালিত হবে বলে জানিয়েছে পাট মন্ত্রণালয়। পাট মন্ত্রণালয় সূত্র জানায়, ছয়টি পণ্যে পাটের মোড়ক ব্যবহার না করলে ব্যাংক ঋণ সুবিধা দেওয়া হবে না। ইতিমধ্যে বাংলাদেশ ব্যাংক থেকে তফসিলি ব্যাংকগুলোকে এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে চাতাল মিল মালিকরা পাটের ব্যাগ ব্যবহার না করলে খাদ্য মন্ত্রণালয় তাদের লাইসেন্স বাতিল করবে বলে জানানো হয়েছে।

সর্বশেষ খবর