শনিবার, ৫ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

কপ সভাপতির হাতে এডিপির খসড়া দলিল

নিজামুল হক বিপুল প্যারিস থেকে

কপ সভাপতির হাতে এডিপির খসড়া দলিল

বিশ্ব জলবায়ু সম্মেলনের পঞ্চম দিন পার হয়েছে গতকাল। তবে অগ্রগতি বলতে উল্লেখ করার মতো কিছু নেই। এডিপি বৈঠকে একটি খসড়া দলিল এরই মধ্যে প্রকাশিত হয়েছে। এটি এখন কপ সভাপতি ও ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী লরেন ফাবিয়াসের হাতে। এ দলিলের আলোকে এপিও বা অ্যাডহক ওয়ার্কিং গ্রুপ অন প্যারিস আউটকাম নামে আরেকটি নতুন ফ্রন্ট বা দরজা খোলা হয়েছে, যারা এ খসড়া দলিলের ওপর এখন নতুন করে কাজ করবে। ৩০ নভেম্বর শুরু হওয়া বিশ্ব জলবায়ু সম্মেলন কপ-২১-এর প্রথম পাঁচ দিনে গতকাল এডিপিতে ১২টি গ্রুপে আলোচনা হয়েছে। সে আলোচনার খসড়া দলিলই প্রকাশ করা হয়েছে। বিকালে এটি কপ সভাপতি ও ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী লরেন ফাবিয়াসের হাতে তুলে দেওয়া হয়। জলবায়ু বিশেষজ্ঞরা বলছেন, এডিপির দলিলে মূলত জলবায়ুর বিরূপ পরিস্থিতি মোকাবিলায় কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য বিভিন্ন বিষয় উল্লেখ করা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, নতুন এ দলিলে যেসব শর্ত উল্লেখ করা হয়েছে সেগুলোকে আরও সমৃদ্ধ করে গতকাল রাতের মধ্যেই চূড়ান্ত করার কথা। না হলে এবারের প্যারিস সম্মেলনে আইনি বাধ্যবাধকতা চুক্তি (এলবিএ) হওয়ার সম্ভাবনা থাকবে না। এদিকে গোটা বিশ্ব এখন তাকিয়ে আছে আগামী ৭ ডিসেম্বর শুরু হতে যাওয়া মন্ত্রী পর্যায়ের আলোচনার দিকে। প্যারিস সম্মেলনে বহুল প্রত্যাশিত আইনগত বাধ্যবাধকতা চুক্তি হবে কিনা— মন্ত্রী পর্যায়ের এ বৈঠকেই মূলত চূড়ান্ত সিদ্ধান্ত হবে। এ ছাড়া গতকাল সম্মেলন কেন্দ্রের চার নম্বর হলের সামনে ক্লাইমেট ফর জাস্টিসের দাবিতে বিক্ষোভ করেছেন বাংলাদেশসহ বিভিন্ন দেশের সিভিল সোসাইটি ও বেসরকারি উন্নয়ন সংস্থার দুই শতাধিক প্রতিনিধি। এদিকে এ খসড়া চুক্তির ওপর প্রতিক্রিয়া জানিয়ে গতকাল দুপুরে স্বল্পোন্নত ও বিপন্ন দেশগুলোর নাগরিক সমাজের পক্ষ থেকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিজ্ঞানী ও বিশেষজ্ঞদের উদ্ধৃতি দিয়ে বলা হয়, তাপমাত্রা ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের লক্ষ্যমাত্রা অর্জন কঠিন হলেও অসম্ভব নয়।

সর্বশেষ খবর