শনিবার, ৫ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

জীবনানন্দ মেলা শুরু

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

জীবনানন্দ মেলা শুরু

বরিশালে শুরু হয়েছে তিন দিনব্যাপী কবি জীবনানন্দ মেলা। জাতীয় কবিতা পরিষদের আয়োজনে গতকাল সকাল ১০টায় নগরীর অমৃত লাল দে মহাবিদ্যালয় প্রাঙ্গণে মেলার উদ্বোধন করেন পশ্চিমবঙ্গের সাহিত্যিক ও রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. পবিত্র সরকার। জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং সমবেত জাতীয় সংগীতের মধ্যদিয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রাটি নগরীর কবি জীবনানন্দ দাশ সড়কের (বগুড়া রোড) কবি জীবনানন্দ স্মৃতি মিলনায়তন ও পাঠাগারে গিয়ে শেষ হয়। উদ্বোধনী অনুষ্ঠানের পর কবি জীবনানন্দ স্মৃতি পাঠাগারে দেশ-বিদেশের শতাধিক কবি সাহিত্য আড্ডায় যোগ দেন। তিন দিনের মেলায় প্রতিদিন সন্ধ্যায় গুণীজন সম্মাননা, কবিতাপাঠ, আলোচনা  সভা ও বইমেলা ছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গতকাল প্রথম দিন সন্ধ্যায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. গাজী সাইফুজ্জামান ও বিশেষ অতিথি ছিলেন শেরেবাংলা মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. ভাস্কর সাহা। শিক্ষানুরাগী ও সমাজসেবক বিজয় কৃষ্ণ দে ও কথা সাহিত্যিক ড. হরিশংকর জলদাসকে এদিন সম্মামনা প্রদান করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জীবনানন্দ মেলা উদযাপন পর্ষদের আহ্বায়ক তপংকর চক্রবর্তী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পর্ষদের সদস্য সচিব পার্থ সারথি।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর