শনিবার, ৫ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা
নিখোঁজদের স্বজনদের আর্তনাদ

আর কিছু চাই না ভাইয়ের খোঁজ দিন

নিজস্ব প্রতিবেদক

আর কিছু চাই না ভাইয়ের খোঁজ দিন

প্রেসক্লাবে গতকাল সংবাদসম্মেলনে নিখোঁজদের স্বজনরা —বাংলাদেশ প্রতিদিন

নিখোঁজ স্বজনদের সন্ধান চেয়ে গতকাল জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবারগুলোর সদস্যরা। ২০১৩ সালের ডিসেম্বরে পরিবারগুলো তাদের স্বজন হারান। সংবাদ সম্মেলনে প্রিয়জনদের সন্ধান দাবি করা হয়। সংবাদ সম্মেলনে সেলিম রেজা পিন্টুর বোন রেহেনা বানু মুন্নী জানান, পিন্টুকে পল্লবীর নিজ বাসা থেকে ডিবি পরিচয়ে ২০১৩ সালের ১১ ডিসেম্বর কয়েক ব্যক্তি তুলে নিয়ে যায়। এরপর ডিবি কার্যালয় থেকে শুরু করে সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান মেলেনি। নিকটবর্তী থানার পুলিশের কাছে গেলে তারা বলেছে তদন্ত চলছে। তিনি কাঁদতে কাঁদতে বলেন, ‘আর কিছু চাই না, ভাইয়ের খোঁজ চাই শুধু। কারও বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নেই। প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ, আমার ভাইকে খুঁজে বের করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিন।’ নিখোঁজ সোহেলের ছেলে রাজ জানান, একই বছরের ২ ডিসেম্বর ফুল কিনতে শাহবাগে গিয়ে নিখোঁজ হন বংশালের সোহেল। তার বাবা বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। কামাল হোসেন জানান, একইদিন শাহবাগ থেকেই জহিরুল ইসলাম ও চঞ্চলকেও ডিবি পরিচয়ে কে বা কারা তুলে নিয়ে যায়। এরপর তাদের পরিবার এদের খুঁজে পাননি।

সংবাদ সম্মেলনে গুম হওয়া ১৯ ব্যক্তির কথা তুলে ধরা হয়। এরা হলেন শাহীনবাগের সাজেদুল ইসলাম সুমন ও এম এ আদনান চোধুরী, বসুন্ধরা এলাকার জাহিদুল করিম তানভীর, নাখালপাড়ার আবদুল কাদের ভূইয়া মাসুম, মাজহারুল ইসলাম রাসেল ও কাউসার, কমলাপুরের আসাদুজ্জামান রানা, উত্তর বাড্ডার আল আমিন, সূত্রাপুরের সেলিম রেজা পিন্টু ও সম্রাট মোল্লা, বাংলাবাজারের খালিদ হাসান, বংশালের হাবিবুর বাশার জহির, পারভেজ হোসেন ও সোহেল এবং চঞ্চল, দক্ষিণখানের নিজাম উদ্দিন মুন্না, তরিকুল ইসলাম এবং সবুজবাগের মাহবুব হাসান ও কাজী ফরহাদ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর