শনিবার, ৫ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা
মোদিকে হাসিনার চিঠি

ভারতে বন্যার্তদের পাশে আছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

দক্ষিণ ভারতে ভয়াবহ বন্যায় প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ বন্যার্তদের পাশে থাকবে জানিয়ে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে একটি চিঠিও পাঠিয়েছেন। গতকাল পাঠানো চিঠিতে প্রধানমন্ত্রী বলেছেন, দুর্যোগের এ সময়ে আমি, আমার সরকার ও জনগণের পক্ষ থেকে ভারতের দুর্গত এলাকার বাসিন্দা ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর শোক ও আন্তরিক সমবেদনা জানাই। ঘনিষ্ঠ বন্ধু ও প্রতিবেশী দেশ হিসেবে আমরা এ দুর্যোগে আপনাদের পাশে আছি। চিঠিতে বন্যায় প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করার পাশাপাশি নিহতদের আত্মার শান্তি কামনা করেন প্রধানমন্ত্রী শেখ   হাসিনা।

অসময়ে প্রবল বৃষ্টিতে ভারতের তামিলনাড়ু ও গুজরাটে এ পর্যন্ত অন্তত আড়াইশ লোকের মৃত্যু হয়েছে। চেন্নাই থেকে সরিয়ে নেওয়া হয়েছে সাত হাজারের বেশি মানুষকে। বৃষ্টি কমায় গতকাল চেন্নাইয়ে পানি নামতে শুরু করলেও বিমানবন্দর ও রেল যোগাযোগ এখনো বন্ধ রয়েছে বলে ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে। ভারতীয় সেনাবাহিনী ও সরকারি ত্রাণকর্মীরা সেখানে উদ্ধার ও ত্রাণ তত্পরতা চালাচ্ছেন।

সর্বশেষ খবর