শনিবার, ৫ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

চলন্ত বাসে ঢাবি ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

 

মানিকগঞ্জ থেকে ঢাকায় আসার পথে যাত্রীবাহী একটি বাসের হেলপারের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল বিকালে তৃতীয় বর্ষের ওই শিক্ষার্থী দারুসসালাম থানায় শিশু ও নারী নির‌্যাতন আইনে একটি মামলা করেছেন। মামলার পর বাসের হেলপার মামুনকে গ্রেফতার করেছে পুলিশ। ডিএমপি মিরপুর জোনের অতিরিক্ত কমিশনার মাসুদ আহমেদ গতকাল রাতে বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযোগকারী শিক্ষার্থীর এক বন্ধু বলেন, ছুটির দিনে প্রায়ই গ্রামের বাড়ি মানিকগঞ্জে যান ওই ছাত্রী। শনিবার ক্লাস থাকায় গতকাল দুপুরে শুকতারা পরিবহনে ঢাকায় ফিরছিলেন। বাসে যাত্রী খুব কম থাকায় তিনি একা একটি আসনে বসেছিলেন। বাসটি সিংগাইর উপজেলা পেরোনোর পর চালকের এক সহকারী তার পাশ-ঘেঁষে বসেন এবং বিভিন্ন ধরনের কথা বলে গায়ে হাত দেওয়ার চেষ্টা করেন। পুলিশকে ওই শিক্ষার্থী জানিয়েছেন, “সামনের দিকের সিটে বসেছিলাম। একবারে পেছনের দিকে মাত্র কয়েকজন যাত্রী ছিল। সিংগাইর পার হওয়ার পর আমার পাশের খালি সিটে মামুন নামে চালকের এক সহকারী গায়ে হাত দেওয়ার চেষ্টা করে। পরে অশ্লীল কথা বলে। প্রতিবাদ করায় নিপীড়ক ‘আজেবাজে কথা’ বলে মাঝপথে বাস থেকে তাকে নামিয়ে দিতে চেয়েছিল। কিন্তু কয়েকজন যাত্রী এগিয়ে আসায় তা পারেনি। গাবতলী নেমে দারুসসালাম থানায় এসে অভিযোগ করি।” মামুন নামটি ওই বাসের চালকের আরেক সহকারীর কাছে শুনেছেন বলে জানান ওই শিক্ষার্থী।

 

সর্বশেষ খবর