শনিবার, ৫ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

জেএমবি সদস্য গ্রেফতার, হত্যার দায় স্বীকারের দাবি

নিজস্ব প্রতিবেদক, রংপুর

কাউনিয়া উপজেলায় মাজারের খাদেম রহমত আলী হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে আটক নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। মাসুদ রানা (৪৫) নামে ওই জেএমবি সদস্যকে গতকাল ভোরে পীরগাছা উপজেলার কল্যাণী ইউনিয়নের পশুয়া টাঙ্গাইলপাড়ার বাড়ি থেকে গ্রেফতার করা হয়। পরে মাসুদ রানার দেওয়া তথ্য অনুযায়ী বাড়ির পুকুর থেকে প্লাস্টিকের বস্তায় ভরা হাতবোমা তৈরির ৫৪টি লোহার কৌটা ও তিনটি ধারালো বড় ছোরা উদ্ধার করে পুলিশ। উদ্ধার করা ছোরা দিয়ে তিন দুর্বৃত্ত খাদেমকে কুপিয়ে ও গলা কেটে হত্যার কথা মাসুদ স্বীকার করেছে বলে পুলিশ সাংবাদিকদের জানিয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা কাউনিয়া থানার পরিদর্শক (তদন্ত) মামুন অর রশীদ জানান, মাসুদ রানা জেএমবির সদস্য। খাদেম হত্যার পর থেকে আত্মগোপনে ছিল। খাদেম হত্যার সঙ্গে জড়িত থাকার দায় স্বীকার করার পর তার দেওয়া তথ্য অনুযায়ী বাড়ির পুকুর থেকে হাতবোমা তৈরির ৫৪টি কৌটা ও তিনটি বড় ছোরা উদ্ধার করা হয়। এই ছোরা দিয়ে তিনজন খাদেমকে হত্যা করে বলে মাসুদ রানা স্বীকার করেছে।  এর আগে এ ঘটনায় জড়িত সন্দেহে তিন জামায়াত নেতাকে গ্রেফতারের পর রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। তাদের দেওয়া তথ্য অনুযায়ী জেএমবি সদস্য মাসুদ রানাকে গ্রেফতার করা হয় বলে জানান মামলার এই তদন্ত কর্মকর্তা। প্রসঙ্গত, গত ১০ নভেম্বর রাত সাড়ে ১১টায় কাউনিয়া উপজেলার মধুপুর ইউনিয়নের চৈতার মোড়ে খাদেম রহমত আলীকে এলোপাতাড়ি কোপানোর পর গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। নিহতের ছেলে অ্যাডভোকেট শফিকুল ইসলাম দুজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও তিনজনকে আসামি করে হত্যা মামলা করেন।

সর্বশেষ খবর