শিরোনাম
রবিবার, ৬ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা
ভারতীয় গণমাধ্যমে খবর

৫০ সন্ত্রাসীকে ফেরত দিচ্ছে বাংলাদেশ

কলকাতা প্রতিনিধি

৫০ সন্ত্রাসীকে ফেরত দিচ্ছে বাংলাদেশ

আগামী কয়েক মাসের মধ্যেই বাংলাদেশ থেকে ৫০ জন সন্ত্রাসীকে ফেরত পাচ্ছে ভারত। সম্প্রতি ভারতের তরফে বাংলাদেশের বিভিন্ন কারাগারে বন্দী ১১৮ সন্ত্রাসীর একটি তালিকা বাংলাদেশের হাতে তুলে দেওয়া হয়। সে তালিকা থেকে অন্তত ৫০ জনকে ভারতের হাতে হস্তান্তর করার ব্যাপারে সম্মতি জানিয়েছে বাংলাদেশ সরকার। সে দেশের কারাগারে বন্দী সন্ত্রাসীদের হস্তান্তর প্রক্রিয়া দ্রুত করার লক্ষ্যে সন্ত্রাসীদের ছবি, শনাক্তকরণসহ বিভিন্ন তথ্য বিনিময় করার জন্যও ভারতের তরফে বাংলাদেশ সরকারের কাছে আর্জি জানানো হয়েছে।

গতকাল একটি সর্বভারতীয় টিভি চ্যানেলে (ইন্ডিয়া টিভি) ব্রেকিং নিউজে এ সংবাদ পরিবেশন করা হয়। টিভি চ্যানেলের দিল্লির প্রতিনিধি শমশের সিংয়ের বরাত দিয়ে এ খবর পরিবেশিত হয়। ২০১৩ সালে ভারত-বাংলাদেশের মধ্যে স্বাক্ষরিত বন্দী প্রত্যর্পণ চুক্তির পর প্রথম উত্তর-পূর্ব ভারতের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসাম (উলফা)-এর নেতা অনুপ চেটিয়াকে হাতে পায় ভারত। অনুপ্রবেশ, বিদেশি মুদ্রা রাখা, ভুয়া পাসপোর্টসহ একাধিক মামলায় ১৮ বছর বাংলাদেশের কারাগারে কাটানোর পর ১১ নভেম্বর চেটিয়াকে ভারতের হাতে হস্তান্তর করে বাংলাদেশ। চেটিয়ার হস্তান্তরের পর এখনো বেশ কয়েকজন সন্ত্রাসবাদী বাংলাদেশের বিভিন্ন কারাগারে বন্দী আছেন। এবার তাদের দেশে ফিরিয়ে আনতে উদ্যোগী হলো ভারত সরকার। গত মাসে অনুপ চেটিয়ার হস্তান্তরের পরই ঢাকায় অনুষ্ঠিত হয়েছিল দুই দেশের স্বরাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক। সে বৈঠকে নিজ দেশের সীমান্ত সুরক্ষিত ও নিরাপদ রাখতে জঙ্গিগোষ্ঠীদের গতিবিধির ব্যাপারে তথ্যবিনিময়ে রাজি হয়েছিল দুই দেশ।

সর্বশেষ খবর