রবিবার, ৬ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

আজও পূর্ণতা পায়নি গণতন্ত্র : অসীম কুমার

নিজস্ব প্রতিবেদক

আজও পূর্ণতা পায়নি গণতন্ত্র : অসীম কুমার

নব্বইয়ের গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক ও বাংলাদেশ ছাত্রলীগের তত্কালীন সাধারণ সম্পাদক এবং বর্তমানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির উপ-প্রচার সম্পাদক অসীম কুমার উকিল বলেছেন, নব্বইয়ের গণঅভ্যুত্থান-স্বৈরাচার সরকারের পতন নিশ্চিত করেছিল। সেদিন গণতন্ত্র মুক্তি পায়। এ আন্দোলন ছিল আমাদের জন্য অহংকারের। এই অধ্যায় গর্বের। স্বৈরাচার সরকারকে পতন ঘটিয়ে গণতন্ত্রকে আরও বিকশিত করার যে আন্দোলন শুরু হয়েছিল তা এখনো শেষ হয়নি। আজও গ্রেনেড হামলা হয়, বোমা হামলা হয়। মুক্তমনা ব্লগার, প্রকাশককে হত্যা করা হয়। এগুলো গণতন্ত্রের জন্য দুর্বল দিক। গণতন্ত্রকে সত্যিকার অর্থে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে এসব দুর্বল দিকগুলো বন্ধ করতে হবে। তাহলেই নব্বইয়ের আন্দোলনের সফলতা পাবে।

অসীম কুমার উকিল বলেন, যে স্বপ্ন নিয়ে গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছিলাম সেই স্বৈরশাসক আর ক্ষমতায় আসতে পারেনি। রাতের আঁধারে জিয়াউর রহমান ও হুসেইন মুহম্মদ এরশাদের মতো আর কেউ জোর করে ক্ষমতায় বসতে পারেনি। ক্ষমতার ভাগবাটোয়ারা নিতে আর রাজনৈতিক দল গঠন হয় না। রাতের আঁধারে বিনা বিচারে মানুষ হত্যা করা হয় না। ক্যাম্পাসে আর গোলাগুলি হয় না। ছাত্রদের হাতে বই-খাতা, কলম থাকে। অস্ত্রের ঝনঝনানি শুনতে হয় না। গণমুখী শিক্ষানীতি পেয়েছি। তবে সত্যিকার অর্থে গণতন্ত্র পরিপূর্ণতা পায়নি। গণতান্ত্রিক ব্যবস্থায় ধর্মান্ধতা-সাম্প্রদায়িক শক্তি শকুনের মতো খামছে ধরেছে। প্রতিবন্ধকতা সৃষ্টিকারী দিকগুলোর শেকড় উপড়ে ফেলতে হবে। গণতন্ত্র মুক্তির চেতনা বাস্তবায়নে শেখ হাসিনার নেতৃত্বে আমরা এগিয়ে যাব অনেক দূর— এমনটিই প্রত্যাশা।

সর্বশেষ খবর