রবিবার, ৬ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

জামায়াতের নারী ভাইস চেয়ারম্যান এখন সমবায় লীগ নেত্রী

সায়েদ জালাল উদ্দিন, কক্সবাজার

আওয়ামী সমবায় লীগে যোগ দিয়েছেন জামায়াতে ইসলামীর প্যানেল থেকে নির্বাচিত কক্সবাজার সদর উপজেলার নারী ভাইস চেয়ারম্যান হেলেনাজ তাহেরা। সম্প্রতি ঢাকায় গিয়ে তিনি যোগদান প্রক্রিয়া সম্পন্ন করেন। তাকে সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহসাধারণ সম্পাদক পদও দেওয়া হয়েছে। বিষয়টি হেলেনাজ তাহেরা নিজেই নিশ্চিত করেছেন।

তিনি বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘একজন জনপ্রতিনিধি হিসেবে আমাকে সমবায় প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করতে হয়। এলাকার উন্নয়নের জন্য এ সিদ্ধান্ত নিয়েছি। ২ ডিসেম্বর সমবায় লীগের কেন্দ্রীয় সভাপতি মো. আমিনুর রহমান ও সাধারণ সম্পাদক আজম মাহমুদ স্বাক্ষরিত চিঠিতে সহসাধারণ সম্পাদক পদে মনোনীতের কথা জানানো হয়।’ হঠাত্ কেন দল পরিবর্তন করলেন—জানতে চাইলে হেলেনাজ বলেন, ‘আমি কোনো দলের প্রার্থী ছিলাম না। আমাকে সব শ্রেণির মানুষ ভোট দিয়েছে। জনগণের স্বার্থে আমি এ সিদ্ধান্ত নিয়েছি।’

কক্সবাজারের রাজনৈতিক অঙ্গনে এখন হেলেনাজ তাহেরাকে নিয়ে বেশ আলোচনা। আওয়ামী লীগ নেতা-কর্মীদের মধ্যে সৃষ্টি হয়েছে মিশ্র প্রতিক্রিয়ার। অনেকেই মনে করছেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ টার্গেট করেই তিনি সমবায় লীগে যোগ দিয়েছেন। তিনি গত নির্বাচনে জামায়াতের প্যানেল থেকে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন।

সূত্রমতে, বর্তমান চেয়ারম্যান জি এম রহিমুল্লাহর বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে। একটি হত্যা মামলায় চার্জশিট জমা পড়েছে। এ কারণে তাকে বরখাস্তও করা হতে পারে। তাই ওই পদে আসীন হওয়ার লক্ষ্য নিয়েই এগোচ্ছেন হেলেনাজ তাহেরা। জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট এ কে আহমদ হোসেন এ বিষয়ে বলেন, ‘তার যোগদান নিয়ে আমাদের মতামত নেওয়া হয়নি। সমবায় লীগের কেন্দ্রীয় নেতারা এ সিদ্ধান্ত নিয়েছেন। তারাই ভালো জানবেন।’

সর্বশেষ খবর