শিরোনাম
রবিবার, ৬ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

লক্ষ্য এখনো অর্জন হয়নি : শফী আহমেদ

নিজস্ব প্রতিবেদক

লক্ষ্য এখনো অর্জন হয়নি : শফী আহমেদ

এরশাদবিরোধী ’৯০-এর গণঅভ্যুত্থানের অন্যতম ছাত্রনেতা বর্তমান আওয়ামী লীগ নেতা শফী আহমেদ বলেছেন, যে লক্ষ্য নিয়ে সামরিক শাসনের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছিলাম তা আজও পূরণ হয়নি। আমরা চেয়েছিলাম দুর্নীতিমুক্ত গণতান্ত্রিক, সবার জন্য সহনশীল একটি রাষ্ট্র। কিন্তু তার কিছুই আমরা বাস্তবায়ন করতে পারিনি। গতকাল বাংলাদেশ প্রতিদিনের কাছে তিনি বলেন, একটি সামরিক শাসনের বিরুদ্ধে এদেশের জনগণ ঐক্যবদ্ধ হয়েছিল। আমরা সব দল সংগঠন ঐক্যবদ্ধভাবে আন্দোলন করেছিলাম সমৃদ্ধশালী দেশ গড়ার জন্য। কিন্তু আজ আমাদের সেই রাজনৈতিক ঐক্য নেই। মানুষ যে সুশাসন চেয়েছিল তা আমরা করতে পারিনি। তিনি বলেন, আমরা চেষ্টা করছি একটি সমৃদ্ধ দেশ গড়ার। আমি আশা করি একদিন তেমন একটি দেশ গড়তে পারব। দেশ অনেক এগিয়েছে। বিভিন্ন ক্ষেত্রে আমরা এখন ভালো করছি। তবে আমাদের আরও অনেক বেশি অর্জন করার কথা ছিল, যা করতে পারিনি। সেই সময়ের আন্দোলন নিয়ে তিনি বলেন, একসঙ্গে আন্দোলন করেছি তাদের অনেকেই চলে গেছেন। আন্দোলনের শেষদিকে যখন সর্বদলীয় ছাত্রঐক্য হলো কারফিউ ভেঙে আমাদের ছাত্রী বোনেরা প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাস্তায় নেমে এসেছে। সাধারণ মানুষ থেকে শুরু করে শিক্ষক, সাংবাদিক, চাকরিজীবী সবাই ঐক্যবদ্ধভাবে সামরিক শাসনের বিরুদ্ধে লড়াই করেছিলাম। কিন্তু আমরা যারা নেতৃত্ব দিয়েছি তারা সবাই বিভিন্ন রাজনৈতিক দলে এখন বিভাজিত। সবাই চেষ্টা করছে একটি গণতান্ত্রিক দেশ গড়তে। তিনি বলেন, বিভাজিত হলেও ব্যক্তিগতভাবে সবার সঙ্গে সদভাব রয়েছে।

সর্বশেষ খবর