শিরোনাম
রবিবার, ৬ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা
অষ্টম কলাম

আবার কমল সোনার দাম

নিজস্ব প্রতিবেদক

এক মাস না যেতেই দেশের বাজারে আবারও সোনার দাম প্রতি ভরিতে ১ হাজার ২২৪ টাকা কমেছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)-এর সাধারণ সম্পাদক এনামুল হক খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে গতকাল জানানো হয়, শনিবার থেকে সোনার নতুন দাম কার্যকর হচ্ছে। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সঙ্গতি রাখার জন্যই সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এর আগে ৯ নভেম্বর ভরিতে সোনার দাম সর্বোচ্চ ১ হাজার ২৪০ টাকা কমানো হয়। নতুন নির্ধারণ অনুযায়ী এখন থেকে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট সোনার দাম ৪১ হাজার ২৭৬ টাকা। ২১ ক্যারেট ৩৯ হাজার ১৭৭ টাকা। ১৮ ক্যারেট সোনার দাম ৩২ হাজার ৫৭১ এবং সনাতন পদ্ধতির সোনার দাম ২১ হাজার ৪৫৪ টাকা। এর আগে ২২ ক্যারেট সোনার দাম ছিল ৪২ হাজার ৫০০ টাকা। ২১ ক্যারেট ৪০ হাজার ৪০০ টাকা। ১৮ ক্যারেট সোনার দাম ৩৩ হাজার ৭৫৫ টাকা। ১৮ ক্যারেট সোনার দাম ৩৩ হাজার ৭৫৫ এবং সনাতন পদ্ধতির সোনার দাম ২২ হাজার ৬৭৮ টাকা। সোনার দামের পাশাপাশি গতকাল থেকে রুপার দামও কমেছে। আগে প্রতি ভরি রুপার দাম ৯৩৩ টাকা ছিল বর্তমানে বিক্রি হচ্ছে ৮৭৫ টাকায়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর