মঙ্গলবার, ৮ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা সরানোর নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

দুর্ঘটনা রোধে মহাসড়কের পাশে থাকা অননুমোদিত সব স্থাপনা অপসারণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ বিষয়ে জারি করা রুলের শুনানি শেষে গতকাল বিচারপতি জিনাত আরা ও বিচারপতি এ কে এম শহীদুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতসূত্র জানায়, হাইকোর্টের আদেশে  মহাসড়কে নির্বিঘ্নে যান চলাচল ও দুর্ঘটনা রোধে সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে বলা হয়েছে। এ ছাড়া যানবাহন নিয়ন্ত্রণ বিধিমালা-২০০১-এর ৮ বিধি অনুসারে মহাসড়কের পাশে ১০ মিটারের মধ্যে স্থাপনা তৈরিতে অনুমতি দেওয়ার বিধান বাতিলে পদক্ষেপ নিতেও সরকারকে নির্দেশ দেওয়া হয়েছে। আদালতে রিট আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী মনজিল মোরসেদ। তিনি জানান, ঢাকা থেকে দেশের বিভিন্ন জেলার সড়কে স্থাপন করা ট্রাফিকব্যবস্থা কার্যকর করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতেও হাইকোর্ট নির্দেশ দিয়েছেন। এ বিষয়ে গঠিত কমিটির সুপারিশ বাস্তবায়নে পদক্ষেপ, চালকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ, চালকদের পাঁচ বছরের অভিজ্ঞতার বিষয়টি কার্যকরে প্রয়োজনীয় পদক্ষেপ এবং পথচারী চলাচলে আন্ডারপাস নির্মাণেরও নির্দেশ দেওয়া হয়েছে। প্রসঙ্গত, ২০১১ সালের ফেব্রুয়ারিতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারত শেষে ঢাকায় ফেরার পথে এক সংসদ সদস্যের গাড়িসহ বেশ কয়েকটি গাড়ি দুর্ঘটনায় পড়ে। এতে ১১ জনের মৃত্যু হয়। ওই ঘটনা গণমাধ্যমে এলে হাইকোর্টে রিট করে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ। পরে ২০১১ সালের ১৩ ফেব্রুয়ারি রুল জারি করেন আদালত।

সর্বশেষ খবর