বুধবার, ৯ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা
অষ্টম কলাম

আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে সংখ্যালঘুর বাড়ি দখলের অভিযোগ

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের রামপাল উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক শেখ আবদুল মান্নান পেড়িখালী বাজার এলাকার নিত্যানন্দ ঘোষ নামের এক সংখ্যালঘুর বাড়িতে বেড়া কেটে ফসলের খেত ও গাছপালা সাবাড় করে দিয়েছেন। এ ঘটনায় রামপাল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে ক্ষতিগ্রস্তরা।

পুলিশ ও ক্ষতিগ্রস্তরা জানায়, রামপালের পেড়িখালী বাজার সংলগ্ন গুরুদাস ঘোষের ছেলে নিত্যানন্দ ঘোষ ১ নম্বর খাস খতিয়ানের ৪৭/১৪২২ নম্বর দাগে .৩২ শতক জমি সরকারিভাবে ডিসিআর নিয়ে তিনি দীর্ঘ ২০ বছর ধরে বসবাস করছেন। পার্শ্ববর্তী বাসিন্দা রামপাল উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক আবদুল মান্নান শেখ এই জমি তার দাবি করে ঘটনার দিন সোমবার লোকজন নিয়ে দখলের চেষ্টা চালান। নিত্যানন্দ ঘোষের অভিযোগ, এ সময় তিনি বাড়িতে না থাকায় তারা তার ঘর-বাড়ি, খেত-খামারের বেড়া ভেঙে কিছু গাছপালা কেটে তছনছ করে। এতে তার আনুমানিক ৫০ হাজার টাকা ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন। এ ব্যাপারে আবদুল মান্নানের কাছে জানতে চাইলে তিনি বলেন, নিত্যানন্দর মাত্র আড়াই শতক জমি আছে। বাকি জমি আমার পৈতৃক সূত্র প্রাপ্ত রেকর্ডীয় সম্পত্তি। আমি তাকে আমার জমিতে খেত-খামার করার জন্য দিয়েছিলাম। সে খেত-খামার করার ফাঁকে বেড়া দিয়ে আমার জমি দখল করে নিয়ে যায়। আমি তাকে জমি ছাড়ার জন্য বারবার বললেও সে আমার কথায় কর্ণপাত করেনি। বাধ্য হয়ে আমি আমার জমিতে থাকা বেড়া খুলে দিয়েছি। রামপাল থানার এসআই ইমারত হোসেন লিখিত অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন, তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর