বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

আপন ভাগ্য জয়ে কাজ করতে হবে নারীকে : প্রধানমন্ত্রী

বিশেষ প্রতিনিধি

আপন ভাগ্য জয়ে কাজ করতে হবে নারীকে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে বেগম রোকেয়া পদক গ্রহণ করছেন ফ্যাশন ডিজাইনার বিবি রাসেল -বাংলাদেশ প্রতিদিন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বেগম রোকেয়া সমাজের অচলায়তন ভেঙে নারীর উন্নয়নে এগিয়ে এসেছিলেন বলেই নারীরা সমাজে নিজেদের জায়গা নিশ্চিত করতে পেরেছে। তিনি আরও বলেন, শালীনতা বজায় রেখে নারীরা সবসময় কাজ করতে পারে- পবিত্র ইসলাম ধর্ম নারীদের সেই সুযোগ দিয়েছে। ইসলাম এমন এক ধর্ম যেখানে নারীদের অধিকার নিশ্চিত করা আছে। সেটা সম্পদেই হোক কিংবা কর্মক্ষেত্রেই হোক। বেগম রোকেয়া দিবস উপলক্ষে গতকাল সকালে ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে রোকেয়া পদক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এ মন্তব্য করেন। শেখ হাসিনা বলেন, নারীকে তার আপন ভাগ্য জয় করে নিতে হবে। কাজ নিজে করার মধ্যে যে আত্নবিশ্বাস, সেই আত্নবিশ্বাসই আত্নমর‌্যাদার পথ করে দেবে। নারীর জীবনমান উন্নয়নে নিজ সরকারের বিভিন্ন পদক্ষেপের উল্লেখ করে এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, আমরা চাই না বাংলাদেশ ভবিষ্যতে কোনো অন্ধকার যুগে প্রবেশ করুক। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নারীর উন্নয়ন ও সমাজসেবায় বিশেষ অবদানের জন্য কবি তাইবুন নাহার রশীদকে মরণোত্তর এবং তাঁতশিল্প ও তাঁতিদের আর্থসামাজিক উন্নয়নে অবদান রাখায় ফ্যাশন ডিজাইনার বিবি রাসেলকে এ বছরের বেগম রোকেয়া পদকে ভূষিত করেন। মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকির সভাপতিত্বে সচিব নাছিমা বেগম অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন। প্রয়াত তাইবুন নাহারের পক্ষে তার ছেলে আলী আজগর খুরশীদ পদক গ্রহণ করেন। নারীদের কাজের যথার্থ মূল্যায়নে আওয়ামী লীগ সরকারের প্রচেষ্টার  উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বিশ্বে বাংলাদেশই বোধহয় একমাত্র দেশ যেখানে প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেতা, স্পিকার এবং সংসদ উপনেতা চারজনই নারী। তিনি বলেন, আমাদের সরকারই প্রথম নারীদের পুলিশের এসপি, ইউএনও, এমনকি বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর পদেও নিয়োগ দিয়েছে। সুবিধাবঞ্চিত নারীদের ভাগ্য উন্নয়নের  বিষয়ে তিনি বলেন, কেবল মাইক্রো ক্রেডিট নয়, মাইক্রো সেভিংসের মাধ্যমেই দেশের সুবিধাবঞ্চিত নাগরিকদের উন্নয়ন সম্ভব। প্রধানমন্ত্রী বলেন, বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাছে শোনা তার পরিকল্পনাগুলো অনুসররণ করেই দারিদ্র্য বিমোচনে আত্নকর্মসংস্থানমূলক ‘একটি বাড়ি একটি খামার এবং আশ্রয়ণ’ প্রকল্প চালু করেছি। একটি বাড়ি একটি খামারে আমি যেটা করে এসেছি- মাইক্রো সেভিংস, অর্থাৎ তাদের সঞ্চয়। আমরা তাদের টাকা দেব, তারা উপার্জন করবে। উপার্জন করে তারা যদি ১০০ টাকা সঞ্চয় করতে পারে, তাহলে সরকারের পক্ষ থেকে আরও ১০০ টাকা দেওয়া হবে। সরকারের পক্ষ থেকে দুই বছর পর্যন্ত এই টাকা দেওয়া হবে বলে জানান প্রধানমন্ত্রী। শেখ হাসিনা ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সংগ্রামে নারীদের সাহসী ভূমিকার প্রশংসা করে বলেন, ডিসেম্বর আমাদের বিজয়ের মাস। এই বিজয় ছিনিয়ে আনতে এ দেশের নারীরা মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিল। তখন নারীদের ওপর অনেক পাশাবিক নির‌্যাতন হয়েছে। কিন্তু ২০০১ সালে আমরা দেখলাম, একাত্তরের ঘাতক নারী নির‌্যাতনকারী সেই পরাজিত শক্তি জামায়াতকে মন্ত্রিত্ব দিয়ে তাদের হাতে রক্তøাত জাতীয় পতাকা তুলে দিলেন বিএনপি নেত্রী  খালেদা জিয়া।

সর্বশেষ খবর