বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা
অনুমোদনহীন আইসিইউ-সিসিইউ

স্কয়ার হাসপাতালকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

নিজস্ব প্রতিবেদক

অনুমোদন না নিয়ে জরুরি বিভাগ, আইসিইউ, সিসিইউ, ডায়ালাইসিস সেন্টার চালুসহ নানা অনিয়মের অভিযোগে রাজধানীর পান্থপথে স্কয়ার হাসপাতালকে ২ লাখ          ৬৫ হাজার টাকা জরিমানা করেছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।  গতকাল দুপুর ১২টা থেকে         বিকাল সাড়ে ৩টা পর্যন্ত এ অভিযান চলে। র‌্যাব-২ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল উদ্দিন সাংবাদিকদের জানান, স্কয়ার হাসপাতালে জরুরি বিভাগ, সিসিইউ,আইসিইউ, এনএসইউ ও ডায়ালাইসিস সেন্টারের অনুমোদন নেই। এ ছাড়া ব্লাড ব্যাংক ও ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স ২০১৪ সালে মেয়াদোত্তীর্ণ হলেও পরে তা নবায়ন করেনি কর্তৃপক্ষ। হাসপাতালটির মেডিকেল ডিভাইস ও সার্জিক্যাল অপারেটরের ডিএআর লাইসেন্স ছিল না বলেও জানান তিনি। এ ছাড়া হাসপাতালের ফুড কোর্টে যে খাবার তৈরি হয় এ জন্য বিএসটিআই ও সিটি করপোরেশনের লাইসেন্স পাওয়া যায়নি। তিনি আরও জানান, স্কয়ার হাসপাতালে ৩০০ বেডের অনুমোদন থাকলেও কর্তৃপক্ষ অতিরিক্ত ৬৫ বেড বাড়িয়েছে। চুক্তি অনুযায়ী ৫ শতাংশ বেড ফ্রি দেওয়ার কথা থাকলেও ফ্রিতে বেড দেওয়ার কোনো রেকর্ড তারা দেখাতে পারেননি। আইসিইউসহ স্পর্শকাতর বিভাগের চিকিৎসকদের কাজের অনুমতিপত্র দেখাতে না পারায় হাসপাতাল কর্তৃপক্ষকে মোট ২ লাখ ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার টাকা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে বলেও জানান তিনি।

সর্বশেষ খবর