বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

দেশে বিচার-বহির্ভূত কোনো হত্যাকাণ্ড হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী

খাগড়াছড়ি প্রতিনিধি

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, দেশে আইন ও বিচার-বহির্ভূত কোনো হত্যাকাণ্ড হয়নি। মানবাধিকার নিয়ে কথা বলা দেশগুলোর চেয়ে আমাদের দেশের মানবাধিকার পরিস্থিতি অনেক ভালো। যেসব হত্যা বা গুমের কথা বলা হচ্ছে, তা সঠিক নয়। আমরা যথার্থভাবে মানবাধিকারকে সমুন্নত রেখেছি। গতকাল বিকেলে খাগড়াছড়ি পুলিশ লাইন্সে এক মতবিনিময় শেষে সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। পৃথিবীতে যারা বেশি বেশি মানবাধিকারের কথা বলে সেসব দেশে মানবাধিকার পরিস্থিতি আরও খারাপ উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মানবাধিকার রক্ষায় বাংলাদেশ আন্তর্জাতিক সব সনদ, আইন ও বিধিমালা সঠিকভাবে মেনে কাজ করছে। দু-একটি বিচ্ছিন্ন ঘটনার পরও বাকি দেশগুলোর চেয়ে বাংলাদেশের অবস্থা এখন অনেক ভালো রয়েছে। এ সময় অন্যদের মধ্যে পুলিশের চট্টগ্রাম ডিআইজি সফিকুল ইসলাম, জেলা প্রশাসক মোহাম্মদ ওয়াহিদুজ্জামান, পুলিশ সুপার মো. মজিদ আলী উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর