শুক্রবার, ১১ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

লড়াই হবে স্বামী-স্ত্রীর

প্রতিদিন ডেস্ক

গাইবান্ধার গোবিন্দগঞ্জের পৌরসভা নির্বাচনে মেয়র পদে বিএনপি প্রার্থী ফারুক আহমেদ ও তার স্ত্রী মঞ্জুরী মোর্শেদা প্রতিদ্বন্দ্বিতা করছেন। গোবিন্দগঞ্জ পৌর বিএনপির সভাপতি হিসেবে ফারুক আহমেদ দলীয় মনোনয়ন পেয়েছেন, অন্যদিকে তার স্ত্রী মঞ্জুরী মোর্শেদা দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। তিনি পৌর বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক।

এ ছাড়া এ নির্বাচনে মেয়র পদে গাইবান্ধা জেলা ক্রীড়া সংস্থার বর্তমান ও সাবেক সাধারণ সম্পাদকের লড়াইও জমে উঠেছে। তাদের মধ্যে একজন আওয়ামী লীগ ও অন্যজন বিএনপি মনোনীত প্রার্থী। তারা হলেন জেলা ক্রীড়া সংস্থার বর্তমান সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন (আওয়ামী লীগ প্রার্থী) ও জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক শহীদুজ্জামান শহীদ (বিএনপির প্রার্থী)। মামলার তথ্য গোপন করেও বহাল! : রাজশাহী : গোদাগাড়ী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মোফাজ্জল হোসেন মোফা হলফনামায় তথ্য গোপন করলেও তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং অফিসার। মোফা বিভিন্ন থানায় দায়ের হওয়া একাধিক মাদক মামলার আসামি। হলফনামায় তিনি এ তথ্য গোপন করেছেন। গোদাগাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম ফরহাদ হোসেন জানান, মোফা বিভিন্ন থানা পুলিশের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে গোদাগাড়ী ও ঢাকার রূপনগর থানায় দুটি মাদক মামলা তদন্তাধীন আছে। এ প্রসঙ্গে গোদাগাড়ী উপজেলা রিটার্নিং অফিসার খালিদ হোসেন জানান, যাচাই-বাছাইয়ের সময় ওই কাউন্সিলর প্রার্থীর ব্যাপারে কেউ কোনো অভিযোগ করেনি বা আপত্তিও জানায়নি। ছাড়ে নারাজ জামায়াত : চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের চারটি পৌরসভা নির্বাচনে বিএনপিকে ছাড় দিতে নারাজ জামায়াতের স্বতন্ত্র প্রার্থীরা। জামায়াত ২০-দলীয় জোটে বিএনপির অন্যতম শরিক দল হলেও চাঁপাইনবাবগঞ্জের নির্বাচনের ক্ষেত্রে তারা বিএনপি প্রার্থীদের ছাড় না দেওয়ার ব্যাপারে অনড়। জেলায় অস্তিত্ব টিকিয়ে রাখতেই তারা শেষ পর্যন্ত এককভাবে লড়ে যাবেন বলে জামায়াতের একটি সূত্র জানিয়েছে। নির্বাচনে স্বতন্ত্রপ্রার্থী হিসেবে এই জামায়াত নেতাদের মধ্যে রয়েছেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় মেয়র পদে জেলা জামায়াতের আমির নজরুল ইসলাম, সাবেক পৌর আমির আবদুস সবুর, নাচোল পৌরসভায় পৌর আমির ডা. রফিকুল ইসলাম, রহনুপুর পৌরসভায় পৌর আমির মিজানুর রহমান (কারান্তরীণ) ও শিবগঞ্জ পৌরসভায় জেলা জামায়াতের নায়েবে আমির জাফর আলী।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর