শুক্রবার, ১১ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

সন্ত্রাসীর আখড়া লন্ডন সিটি

আ স ম মাসুম, যুক্তরাজ্য

আইএস বা অন্যান্য জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত সন্দেহে গত দুই বছরে ব্রিটেনে আটকদের মধ্যে পুরুষের চেয়ে মহিলা বেশি। অন্যদিকে দেখা গেছে, পুরো যুক্তরাজ্যে সিটি বা শহরেই সন্ত্রাসী কাজে জড়িত সন্দেহে গ্রেফতার হয়েছে বেশি। যুক্তরাজ্যের ২১টি নিরাপত্তা বাহিনীর তথ্যে দেখা যায়, মেট্রোপলিটন পুলিশ এরিয়াতেই সন্ত্রাসী কাজে সংশ্লিষ্ট সন্দেহে গ্রেফতারের সংখ্যা সবচেয়ে বেশি। সন্ত্রাসী সন্দেহে সর্বমোট ধৃতদের ৮০ জন অর্থাত্ ৪০ শতাংশই ধরা পড়ে লন্ডন নগরীতে। দ্বিতীয় অবস্থানে রয়েছে ওয়েস্ট মিডল্যান্ডস, তৃতীয় গ্রেটার ম্যানচেস্টার এবং চতুর্থ স্থানে ওয়েস্ট ইয়র্কশায়ার। ২০১৪ সালে ওয়েস্ট ইয়র্কশায়ারে গ্রেফতার হয়েছে ৯ জন। একই সংখ্যা গ্রেটার ম্যানচেস্টারে। ওয়েস্ট মিডল্যান্ডসে ১২ জন। সবচেয়ে কম গ্রেফতার বেডফোর্ডে। মাত্র ৭ জন। আর মেট্রোপলিটন এলাকায় সন্ত্রাসী সন্দেহে গ্রেফতার হন ৫৯ জন। এর আগের বছরও সন্ত্রাসী সন্দেহে মেট্রোপলিটন এলাকায় গ্রেফতারের সংখ্যা বেশি ছিল। এর মধ্যে সবচেয়ে বেশি গ্রেফতার হয় ক্যাপিটাল সিটি লন্ডনে। ওয়েস্ট মিডল্যান্ডস ও গ্রেটার ম্যানচেস্টারেও এর আগের বছর সন্ত্রাসী সন্দেহে গ্রেফতারের সংখ্যা তুলনামূলক বেশি ছিল। অন্যদিকে ২০১৫ সালে গ্রেটার ম্যানচেস্টার থেকে ১১, ওয়েস্ট ইয়র্কশায়ার থেকে ৪, ওয়েস্ট মিডল্যান্ডস থেকে ২৩, বেডফোর্ডশায়ার থেকে ৪ এবং মেট্রোপলিটন এলাকা থেকে ৩৫ জন সন্দেহভাজন সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে। সন্দেহভাজন সন্ত্রাসীরা অনেক ক্ষেত্রে এক জায়গায় থাকে না। তাদের বিভিন্ন জায়গা থেকে গ্রেফতার করার কারণে কিছু সন্দেহভাজন সন্ত্রাসীর প্রকৃত এলাকা নির্ধারণ করা কঠিন। গত ১৮ মাসে বিভিন্ন এলাকায় এ ধরনের প্রায় ১৯৫ জন সন্দেহভাজন সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ। ম্যানচেস্টার, রচডেল, ডার্বি, বার্মিংহ্যাম, লুটন, কার্ডিফ, লন্ডন এবং পোর্টসমাউথ থেকে সন্দেহভাজন জঙ্গি সন্ত্রাসীদের গ্রেফতার করা হয়েছে। তবে আটকদের মধ্যে চলতি বছর মহিলার সংখ্যা বৃদ্ধি পেয়েছে। স্বরাষ্ট্র দফতরের তথ্য অনুযায়ী ২০১৪ সালে সন্ত্রাসী সন্দেহে আটক ২৮৯ জনের মধ্যে ৩০ জন অর্থাত্ ১০ শতাংশ মহিলা। আর চলতি বছর এ সংখ্যা এসে দাঁড়ায় ২৩ শতাংশে। ২০১৫ সালে ইসলামিক স্টেট সংক্ষেপে আইএস ঘাঁটিতে যোগ দেওয়ার উদ্দেশ্যে সিরিয়া ও ইরাক ভ্রমণকারী মহিলার সংখ্যা বৃদ্ধি পায়। বিশেষ করে ইস্ট লন্ডনের তিন স্কুলছাত্রীর সিরিয়া গমন, লুটন এবং ইস্ট লন্ডনের ওয়ালথামস্টো থেকে পুরো পরিবারের সদস্যদের সিরিয়ায় আইএস ঘাঁটিতে যোগ দেওয়ার বিষয়টি বেশ আলোচিত হয় চলতি বছর। যদিও বাচ্চাদের নিয়ে সিরিয়া যাওয়ার চেষ্টা করে ফিরে এসেছেন ওয়ালথামস্টোর এক মা। ২০১৪ সালে সন্ত্রাসী সন্দেহে গ্রেফতারকৃত ২৮৯ জনের মধ্যে ১০২ জনের বিরুদ্ধে সন্ত্রাসী কাজে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে। যা সর্বমোট গ্রেফতারের মাত্র ৩৫ শতাংশ। বাকি ৫৮ শতাংশের বিরুদ্ধে সাধারণ অপরাধের অভিযোগ আনা হয়। সন্ত্রাসী সন্দেহে আটকদের মধ্যে ২৫ বছরের নিচে সক্রিয় আছে ২৬ জন। আর সন্ত্রাসী কাজে অন্যদের সহযোগিতা এবং উত্সাহ প্রদানের অভিযোগে গ্রেফতার আছে ১৩ জন। অন্যদিকে ২৫ বছরের উপরে যাদের বয়স তাদের মধ্যে ১৫ জন হলো সরাসরি সন্ত্রাসী কাজে জড়িত বলে অভিযুক্ত আর ৪৬ জন হলো সন্ত্রাসী কাজে উত্সাহ প্রদানের অভিযোগে অভিযুক্ত।

সর্বশেষ খবর