শিরোনাম
শুক্রবার, ১১ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

এমপির সামনেই যুবলীগ নেতাকে পেটাল ওসি

নিজস্ব প্রতিবেদক

গাজীপুরের কাপাসিয়ায় এমপির সামনে যুবলীগ নেতাকে পিটিয়ে আহত করেছে ওসি আহসান উল্লাহ। এ ঘটনায় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতাদের মধ্যে চরম ক্ষোভ দেখা দিয়েছে। উত্তেজিত নেতা-কর্মী ওসির ওপর চড়াও হলে পুলিশ ও যুবলীগের মধ্যে পাল্টা হামলার ঘটনা ঘটে। এ সময় ৫ জন আহত হয়েছে। এদিকে, যুবলীগ নেতাকে  পেটানোর প্রতিবাদে ঢাকা-কাপাসিয়া-কিশোরগঞ্জ মহাসড়ক অবরোধ করে নেতা-কর্মীরা। পরে ইউএনও ও উপজেলা আওয়ামী লীগ সভাপতির আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয়।

জানা গেছে, গতকাল কাপাসিয়ায় ডাকবাংলোতে বেসরকারি প্রতিষ্ঠান ডায়মন্ড এগ লি. ও প্রোটিন হাউজ লি. এর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ ফয়সালা করতে সিমিন হোসেন রিমি এমপি কোম্পানির লোক ও দলীয় নেতাদের নিয়ে আলোচনায় বসেন। এক পর্যায়ে কাপাসিয়া থানার ওসি আহসান উল্লাহ টোক ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক অমর রঞ্জন চক্রবর্তী টিটুকে কটূক্তি করেন ও কিল, ঘুষি মারেন। এতে ক্ষিপ্ত হয়ে আওয়ামী লীগ, যুবলীগ নেতারা ওসি ও পুলিশের ওপর চড়াও হলে পুলিশের সঙ্গে পাল্টা হামলার ঘটনা ঘটে। এতে আওয়ামী লীগ ও যুবলীগের অন্তত ৫ জন আহত হয়েছে। এ সময় এমপি ওসি ও পুলিশ সদস্যদের এবং দলীয় নেতা-কর্মীদের থামানোর চেষ্টা করেন। এ ঘটনায় এমপি রিমি অসন্তোষ প্রকাশ করে বলেন, এমন পরিস্থিতি হলে আর কাপাসিয়ায় আসব না বলে ঘটনাস্থল ত্যাগ করেন। জানা গেছে, ডায়মন্ড এগ লি. ও প্রোটিন হাউজ লি. যত্রতত্র নিষ্কাশিত পানি ফেলে পরিবেশ দূষণ ও বর্জ্য ফেলে জমি নিজেদের দখলে নেওয়াসহ নানা অভিযোগের প্রেক্ষিতে মঙ্গলবার পরিবেশবাদীরা ওই প্রতিষ্ঠানের গাড়ি আটকে দেয়। এ ঘটনায় অভিযোগ পাল্টা অভিযোগ চলছিল। টোক ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক অমর রঞ্জন চক্রবর্তী টিটু বলেন, পরিবেশ দূষিত করায় ডায়মন্ড কোম্পানির গাড়ি আটকানোর ঘটনায় ওসি আমাকে আইন অমান্য করা হয়েছে বলে জানান। এমপির সামনেই ওসি আমাকে বলে চুপ থাক, তুই চাঁদাবাজ। বাড়াবাড়ি করলে ভারত পাঠিয়ে দেব। তুই ইয়াবা ব্যবসা করস। কিন্তু ওসি নিজেই ইয়াবা খায়, প্রমাণ আছে। এদিকে, এ ঘটনায় আওয়ামী লীগ, যুবলীগের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে টোক বাইপাস সড়কে অবস্থান নেয়। তারা ঢাকা-কাপাসিয়া-কিশোরগঞ্জ মহাসড়কে টায়ার জ্বালিয়ে ও ইট ফেলে অবরোধ করে রাখে। পরে কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার আনিসুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুহম্মদ শহীদুল্লাহ ঘটনাস্থলে এসে বিষয়টি এমপি দেখবেন বলে নেতা-কর্মীদের আশ্বস্ত করলে তারা অবরোধ তুলে নেন।  তবে কাপাসিয়া থানার ওসি আহসান উল্লাহ ঘটনার বিষয়ে কিছু বলতে রাজি হননি।

সর্বশেষ খবর