শুক্রবার, ১১ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

২০৫০ সালের আগেই বাংলাদেশ ইউরোপ আমেরিকার মতো হবে

জাফর ইকবাল

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

২০৫০ সালের আগেই বাংলাদেশ ইউরোপ আমেরিকার মতো হবে

জনপ্রিয় লেখক ও বিশিষ্ট শিক্ষাবিদ ড. মুহাম্মদ জাফর ইকবাল বলেছেন, শিক্ষার্থীদের ভালো করে পড়াশোনা করতে হবে। তা হলেই আমাদের দেশের সম্পদ বেড়ে যাবে। শিশুরা মন দিয়ে পড়াশোনা করলে দেশকে ঠেকানো যাবে না। ২০৫০ সালের আগেই দেশ ইউরোপ-আমেরিকার মতো হবে। তিনি আরও বলেন, প্যালেস্টাইনরা ৫০-৬০ বছর চেষ্টায়ও একটা স্বাধীন দেশ পায়নি। অথচ আমরা নয় মাসের যুদ্ধেই স্বাধীন একটা দেশ, একটা সুন্দর পতাকা ও সুন্দর জাতীয় সংগীত পেয়েছি। ফলে এই দেশটাকে এখন গড়তে না পারলে মুক্তিযোদ্ধাদের ঋণ শোধ হবে না। মুক্তিযোদ্ধারা আমাদের নতুন দেশ দিয়েছে। একটা পতাকা দিয়েছে। একটা স্বাধীন দেশ যে কত বড় তা চিন্তাও করা যায় না। বাংলাদেশের তিন কোটি লোক স্কুল-কলেজে পড়ে জানিয়ে তিনি বলেন, অস্ট্রেলিয়াতে মাত্র দুই কোটি লোকের বাস। আর ডেনমার্কে মাত্র পঞ্চাশ লাখ। তাই আমাদের সন্তানেরা যদি একটা করে অঙ্ক করে তাহলে তিন কোটি অঙ্ক হবে।

গত বুধবার রাতে ব্রাহ্মণবাড়িয়ায় খেলাঘর আসর আয়োজিত মুক্তিযোদ্ধের বিজয় মেলার সমাপনী দিনের আলোচনা ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে খেলাঘর আসর ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি ডা. মো. আবু সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মিজানুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল-মামুন সরকার, খেলাঘর আসরের সম্পাদকমণ্ডলীর সদস্য প্রণয় সাহা, সাধারণ সম্পাদক আবুল ফারাহ পলাশ, অন্নদা সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদা নাজনীন। স্বাগত বক্তব্য দেন খেলাঘর ব্রাহ্মণবাড়িয়া শাখার সাধারণ সম্পাদক নীহার রঞ্জন সরকার। শিক্ষাবিদ মুহম্মদ জাফর ইকবাল পরে জেএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ২৮০ শিক্ষার্থীর হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন। পরে স্থানীয় আনন্দলোক সাংস্কৃতিক কেন্দ্র, মেহেক নৃত্যালয়, তিতাস ললিতকলা একাডেমি ও আবরণি’র শিল্পীদের পরিবেশনায় গান, কবিতা ও নৃত্য পরিবেশিত হয়।

সর্বশেষ খবর