রবিবার, ১৩ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

পবিত্র ঈদে মিলাদুন্নবী ২৫ ডিসেম্বর

নিজস্ব প্রতিবেদক

পবিত্র ঈদে মিলাদুন্নবী ২৫ ডিসেম্বর

আগামী ২৫ ডিসেম্বর শুক্রবার ১২ রবিউল আউয়াল সারা দেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হবে।

গতকাল বাংলাদেশের আকাশে রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামীকাল ১৪ ডিসেম্বর সোমবার থেকে রবিউল আউয়াল মাস গণনা শুরু হবে। বায়তুল মুকাররমের ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শেষে এ সিদ্ধান্ত জানানো হয়। ইসলাম ধর্মের প্রবর্তক মহানবী হজরত মুহম্মদ (সা.) এর জন্ম ও ওফাত দিবস উপলক্ষে বিশ্বের মুসলমানরা পবিত্র  ঈদে মিলাদুন্নবী পালন করে থাকেন। ধর্ম সচিব ড. চৌধুরী মো. বাবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সারা দেশ থেকে সংবাদ নিয়ে জানা যায়, গতকাল বাংলাদেশের কোথাও ১৪৩৭ হিজরি সনের রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আজ ১৩ ডিসেম্বর চলমান হিজরি ‘সফর’ মাস ৩০ দিনে পূর্ণ করে আগামীকাল ১৪ ডিসেম্বর সোমবার থেকে পবিত্র রবিউল আউয়াল মাস গণনা শুরু হবে। সে হিসেবে আগামী ২৫ ডিসেম্বর শুক্রবার, হিজরি ১২ রবিউল আউয়াল পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত হবে। সভায় ঢাকা আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ প্রফেসর সিরাজ উদ্দিন আহমেদ, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান, চকবাজার শাহী জামে মসজিদের খতিব মাওলানা শেখ নাঈম রেজওয়ান, প্রধান তথ্য অফিসার তছির আহাম্মদ, ওয়াক্ফ প্রশাসক ফয়েজ আহমেদ ভূঁইয়া, ইসলামিক ফাউন্ডেশনের সচিব মো. অহিদুল ইসলামসহ  সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর