শিরোনাম
রবিবার, ১৩ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

আজ ঢাকা আসছেন শ্যানন-নিশা

নিজস্ব প্রতিবেদক

যুক্তরাষ্ট্রের পরবর্তী পররাষ্ট্র সচিব রাষ্ট্রদূত টমাস শ্যানন দুই দিনের সফরে আজ ঢাকায় আসছেন। তার সফরসঙ্গী থাকছেন মার্কিন পররাষ্ট্র দফতরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি নিশা দেশাই বিসওয়াল ও ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মনপ্রীত সিং আনন্দ। শ্যাননের এই সফরকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়েছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর বলেছে, ‘তার (শ্যানন) সফর যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্কের শক্তি ও স্থায়িত্ব এবং নিরাপত্তা, বাণিজ্য, উন্নয়ন, পরিবেশ ও সহিংস উগ্রবাদ মোকাবিলা প্রচেষ্টায় অব্যাহত অর্জন তুলে ধরা হবে’। টমাস শ্যানন বর্তমানে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের রাজনীতিবিষয়ক পরবর্তী আন্ডার সেক্রেটারি (পররাষ্ট্র সচিব) হিসেবে মনোনয়ন পেয়েছেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর গত শুক্রবার শ্যাননের সফর পরিকল্পনা ঘোষণা করে। এতে বলা হয়, শ্যানন রবিবার ও সোমবার বাংলাদেশ সফর করবেন। এরপর তিনি বুধবার পর্যন্ত শ্রীলঙ্কায় থাকবেন।

পররাষ্ট্র দফতর আরও জানায়, শ্যানন তার ঢাকা সফরে সিনিয়র সরকারি ও সংসদীয় নেতাদের পাশাপাশি গণমাধ্যম, নাগরিক সমাজ ও শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাত্ এবং যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডির অর্থায়নে পরিচালিত একটি স্বাস্থ্যসেবা ক্লিনিক পরিদর্শন করবেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর