রবিবার, ১৩ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা
অষ্টম কলাম

প্রণব মুখার্জির মুখে মুক্তিযুদ্ধের কথা

কলকাতা প্রতিনিধি

মধ্য কলকাতার হো চি মিন সরণির ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস (আইসিসিআর) ভবনে গতকাল সন্ধ্যায় বাংলাদেশের চিত্রশিল্পী শাহাবুদ্দিন আহমেদের সম্প্রতি আঁকা ছবি নিয়ে আয়োজিত একক চিত্র প্রদর্শনী ‘শান্ত’র উদ্বোধন করেছেন ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। এ সময় তিনি শুনিয়েছেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের কথা।

রাষ্ট্রপতি প্রণব মুখার্জি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ, ৭ মার্চে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণ ও বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের নানা কথা তুলে ধরেন। তিনি এও বলেন, তার সঙ্গে বঙ্গবন্ধু এবং তার পরিবারের গভীর সম্পর্ক ছিল। তিনি বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে বঙ্গবন্ধুর অবদানের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।

শিল্পী শাহাবুদ্দিন আহমেদ সম্পর্কে রাষ্ট্রপতি বললেন, সৃজনশীল মনের এক শিল্পী শাহাবুদ্দিন আহমেদ। আজ তার নাম ও যশ ছড়িয়ে পড়েছে গোটা বিশ্বে। একজন মুক্তিযোদ্ধা হিসেবে তার আঁকা ছবিতে ফুটে উঠেছে মুক্তিযুদ্ধের নানা দিক। কলকাতার ছবিপ্রেমীদের প্রদর্শনী দেখার আমন্ত্রণ জানিয়ে প্রদর্শনীর সফলতা কামনা করেন তিনি। এর আগে তিনি প্রদীপ জ্বালিয়ে প্রদর্শনীর উদ্বোধন করেন।

সর্বশেষ খবর