মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা
নারায়ণগঞ্জে সাত খুন

পুলিশ চাইলে অধিকতর তদন্ত করতে পারে

নিজস্ব প্রতিবেদক

তদন্ত কর্মকর্তা চাইলে নারায়ণগঞ্জের সাত খুনের মামলায় অধিকতর তদন্ত করতে পারবেন বলে মত দিয়েছেন হাইকোর্ট। এছাড়া এ মামলায় ষড়যন্ত্রের  অভিযোগ যুক্ত করা হলে তা আমলে নিতে বিচারিক আদালতের বাধা নেই। নারায়ণগঞ্জের সাত খুনের মামলার অধিকতর তদন্ত চেয়ে নিহত কাউন্সিলর নজরুল ইসলামের স্ত্রীর করা আবেদনের নিষ্পত্তি করে গতকাল বিচারপতি এম ইনায়েতুর রহিম এবং বিচারপতি আমির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট  বেঞ্চ এ আদেশ দেন। আদালত বলেছেন, কোনো মামলায় অভিযোগপত্র দেওয়ার পর কারও বিরুদ্ধে অপরাধের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেলে তদন্ত কর্তৃপক্ষ ফৌজদারি কার্যবিধি অনুসারে অধিকতর তদন্ত করতে পারে, তাদের সে অধিকার রয়েছে। এজাহারভুক্ত পাঁচ আসামিকে বাদ দিয়ে পুলিশের দেওয়া অভিযোগপত্রের বিরুদ্ধে নিহত নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটির করা নারাজি আবেদন নিম্ন আদালতে খারিজ হওয়ার পর ২৩ নভেম্বর হাইকোর্টে এ আবেদন করেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী আবদুল বাসেত মজুমদার ও মন্টু ঘোষ।

প্রসঙ্গত, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম, তার বন্ধু মনিরুজ্জামান স্বপন, তাজুল ইসলাম, লিটন, গাড়িচালক জাহাঙ্গীর আলম, আইনজীবী চন্দন কুমার সরকার ও তার গাড়িচালক ইব্রাহীম গত বছরের ২৭ এপ্রিল অপহূত হন। পরে শীতলক্ষ্যা নদী থেকে পুলিশ তাদের লাশ উদ্ধার করে।

সর্বশেষ খবর