মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

সাতক্ষীরা ফেনীতে ‘বন্দুকযুদ্ধে’ ১ জন নিহত, আহত ৪

প্রতিদিন ডেস্ক

সাতক্ষীরা ও ফেনীতে পুলিশ এবং র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ গতকাল একজন নিহত ও চারজন গুলিবিদ্ধ হয়েছেন। পুলিশ জানিয়েছে, সাতক্ষীরায় বন্দুকযুদ্ধে আন্তজেলা ডাকাত সরদার আবু সাঈদ নিহত এবং ফেনীতে গুলিবিদ্ধ অবস্থায় জলদস্যু বাহিনীর প্রধান নুরুল আফসার গ্রেফতার হয়েছেন।

সাতক্ষীরা প্রতিনিধি জানিয়েছেন, কাপাসডাঙ্গায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে আবু সাঈদ নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় তিনজন গুলিবিদ্ধসহ সাতজন আটক হয়েছেন। পুলিশ জানিয়েছে, নিহত ব্যক্তি আন্তজেলা ডাকাত দলের সরদার। অন্যরা একই দলের সদস্য। পুলিশ আরও বলছে, রবিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের ওপর কাপাসডাঙ্গা এলাকায় রাকিব অটো রাইস মিলের পাশে গাছের গুঁড়ি ফেলে নৈশ কোচে ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় পুলিশের সঙ্গে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। জেলা পুলিশের তথ্য কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) কামাল হোসেন ও পাটকেলঘাটা থানার ওসি আক্তারুজ্জামান জানান, পাটকেলঘাটা থানা ও গোয়েন্দা পুলিশের একটি যৌথ টহল দলের ওপর ডাকাতরা প্রথমে গুলি ও পরে বোমা ছুড়তে থাকে। পুলিশও পাল্টা গুলি চালায়। প্রায় ১৫ মিনিট বন্দুকযুদ্ধের পর চার ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় মাটিতে লুটিয়ে থাকতে দেখা যায়। তাদের দ্রুত সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক আবু সাঈদকে (৩৫) মৃত ঘোষণা করেন। নিহত সাঈদ যশোরের কেশবপুর উপজেলার আওয়ালগাতি গ্রামের এলাহি বকসের ছেলে। তার বিরুদ্ধে কেশবপুর ও পাটকেলঘাটা থানায় ১১টি মামলা রয়েছে। এদিকে ঘটনার সময় পুলিশ পলায়নরত আরও চার ডাকাতকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে একটি পাইপগান, একটি দেশে তৈরি রিভলবার, দুটি বন্দুকের কার্তুজ, চারটি বন্দুকের গুলির খোসা, দুটি বড় রামদা, চারটি লোহার রড ও বোমার সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। বন্দুকযুদ্ধের সময় ডাকাতদের ছোড়া বোমার আঘাতে পুলিশের এএসআই ইসমাইল ও এক কনস্টেবল আহত হয়েছেন। গুলিবিদ্ধ ডাকাতরা হচ্ছেন সুবেল খান (২২) (গ্রাম সুপখালি, বেতাগী, বরগুনা), তরিকুল ইসলাম (২৮) (গ্রাম ঘুগরাকাটি, উপজেলা কয়রা, খুলনা) ও আরিফুজ্জামান অনু (১৮) (গ্রাম বাগালি, উপজেলা কয়রা, খুলনা)। গ্রেফতার অন্যরা হচ্ছেন পাটকেলঘাটার আচিমতলার আবুল কাসেম (৩০), তৈলকুপি গ্রামের সুমন ইসলাম (২৮), সেনপুর গ্রামের নজরুল ইসলাম (২৭) ও বান্দরবানের লামা উপজেলার লাইনঝিরি গ্রামের রবিউল ইসলাম (২৭)। ফেনী প্রতিনিধি জানান, সোনাগাজীতে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে জলদস্যু বাহিনীর প্রধান নুরুল আফসার গুলিবিদ্ধ হয়েছেন। পরে র্যাব তাকে গ্রেফতার করে। গতকাল সকালে সোনাগাজীর চরচান্দিনা ইউনিয়নের ধান গবেষণা কেন্দ্র এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় অস্ত্র ও কার্তুজ উদ্ধার করা হয়। র্যাব-৭ ফেনী ক্যাম্পের পরিচালক মেজর মো. মোজাম্মেল হোসেন জানান, নুরুল আফসার সোনাগাজী উপকূল অঞ্চলের ত্রাস ও জলদস্যু আফসার বাহিনীর প্রধান। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চরচান্দিয়ায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। র্যাবের উপস্থিতি টের পেয়ে আফসার ও তার বাহিনীর সদস্যরা গুলিবর্ষণ করেন। এ সময় র্যাবও পাল্টা গুলি ছুড়লে নুরুল আফসার গুলিবিদ্ধ হন। ঘটনাস্থল থেকে দুটি বিদেশি পিস্তল, কয়েক রাউন্ড কার্তুজ, চাইনিজ কুড়াল, ধামা ও ছোরা উদ্ধার করা হয়েছে। র্যাব আরও জানায়, আফসারের বিরুদ্ধে সোনাগাজী মডেল থানায় হত্যা, ধর্ষণ, ডাকাতি, দস্যুতাসহ অন্তত ১৫টি মামলা রয়েছে। ফেনী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সারওয়ার জাহান জানান, আফসারের বাম পায়ে গুলি ঢুকে থাকায় অতিরিক্ত রক্তক্ষরণ হচ্ছিল। শারীরিক অবস্থা বিবেচনা করে দুপুরেই তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

সর্বশেষ খবর