মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা
অষ্টম কলাম

খুলল স্কাইপ ইমো ভাইবার টুইটার

নিজস্ব প্রতিবেদক

খুলল স্কাইপ ইমো ভাইবার টুইটার

টুইটার-ভাইবার-স্কাইপ-ইমোসহ সামাজিক যোগাযোগের সব মাধ্যম খুলে দিয়েছে  সরকার। বাংলাদেশ  টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) নির্দেশনার পরই এই মাধ্যমগুলো খুলে দেয় সংশ্লিষ্টরা। গতকাল বিকালে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম সাংবাদিকদের জানান, বন্ধ থাকা সামাজিক  যোগাযোগের সব মাধ্যম খুলে দেওয়ার জন্য বিটিআরসিকে নির্দেশ দেওয়া হয়েছে। এই ঘোষণার পরই বিটিআরসি সব মোবাইল অপারেটর ও ইন্টারনেট গেটওয়ে প্রতিষ্ঠানগুলোকে এ নির্দেশনা  দেয়। নির্দেশনা অনুসারে বিকাল ৫টায় ভাইবার,  হোয়াটসঅ্যাপ, লাইন, ট্যাঙ্গো, হ্যাঙ্গআউট, স্কাইপ, ইমো এবং টুইটার খুলে দেওয়া হয়। গত রবিবার রাতে মোবাইল অপারেটর ও টেলিকম  সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোকে টুইটার, স্কাইপ ও ইমো বন্ধের নির্দেশ দেয় বিটিআরসি। যদিও স্কাইপ, টুইটার ও ইমো বন্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো প্রকার নির্দেশনা ছিল না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। গতকাল বিকালে সাংবাদিকদের তিনি এ কথা জানান। এর আগে গত ১৮ নভেম্বর ফেসবুক, ভাইবার, ম্যাসেঞ্জার,  হোয়াটসঅ্যাপ, ট্যাঙ্গোসহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো সাময়িকভাবে বন্ধ করে দেয় সরকার। কিন্তু  কেউ কেউ এসব বিকল্প পথে ব্যবহার করে আসছিলেন। এরপর বন্ধের ২৩ দিনের মাথায় গত ১০ ডিসেম্বর  ফেসবুকের সঙ্গে এর অ্যাপস ম্যাসেঞ্জার খুলে দেওয়া হলেও অন্যান্য মাধ্যমগুলো বন্ধ ছিল। তবে টুইটার চালু ছিল।

সর্বশেষ খবর