শিরোনাম
মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

অতীত ভুলের জন্য ক্ষমা চাইলেন অনুপ চেটিয়া

কলকাতা প্রতিনিধি

অতীতের সব অপরাধমূলক কার্যকলাপের জন্য ক্ষমা চাইলেন উত্তর-পূর্ব ভারতের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসাম (উলফা) নেতা অনুপ চেটিয়া ওরফে গোলাপ বড়ুয়া। টেররিস্ট অ্যান্ড ডিসরাপটিভ অ্যাক্টিভিটিস (প্রিভেনশন) অ্যাক্ট বা টাডা আইনে অভিযুক্ত চেটিয়া গতকাল আসামের একটি আদালতে হাজিরা দিতে এলে গণমাধ্যমের কর্মীদের প্রশ্নের উত্তরে একাধিক খুন, অপহরণ, হুমকির সঙ্গে অভিযুক্ত চেটিয়া বলেন ‘অতীতের ভুলের জন্য আমি আসামবাসীর কাছে ক্ষমা চাইছি। আমাদের গণআন্দোলনের বিরোধিতা করে যারা নিহত হয়েছিলেন তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাই। তাদের আত্মার শান্তি কামনা করছি’। ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে উলফার শান্তি আলোচনা সমর্থন করেন কি না প্রশ্নের উত্তরে চেটিয়া বলেন ‘অনেকেই ভাবছেন, আমি হয়তো সরকারের সঙ্গে শান্তি আলোচনার পক্ষে নই, কেউ ভাবছেন আমি হয়তো পালিয়ে যাব, বাস্তবে আমি শান্তির পক্ষেই’। গত ১৮ বছর বাংলাদেশের কারাগারে কাটানোর পর চলতি বছরের ১১ নভেম্বর ভারতের কাছে হস্তান্তর করা হয় চেটিয়াকে। এর পরেই চেটিয়াকে নিজেদের হেফাজতে নেয় ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই।  বাংলাদেশ থেকে ভারতে ফেরানোর প্রসঙ্গে চেটিয়া বলেন ‘আমাকে দেশে ফিরিয়ে আনার জন্য আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং, পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ, ক্রীড়ামন্ত্রী সর্বানন্দ সোনোয়াল, আসামের মুখ্যমন্ত্রী তরুন গগৈকে ধন্যবাদ জানাই’।

সর্বশেষ খবর