শিরোনাম
মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা
ইউএনডিপির প্রতিবেদন

মানব উন্নয়নে এগোয়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

২০১৫ সালের মানব উন্নয়ন প্রতিবেদনের উন্নয়ন সূচকে এগোয়নি বাংলাদেশ। প্রতিবেদন অনুসারে, ২০১৪ সালে মোট ১৮৮টি দেশের মধ্যে বাংলাদেশের স্থান ১৪২তম। ২০১৩ সালেও বাংলাদেশের স্থান ছিল ১৪২তম। প্রতিবেশী দেশ ভারত আগের বছরের তুলনায় ৫ ধাপ এগিয়ে এসে তালিকায় স্থান পেয়েছে ১৩০ নম্বরে। অন্যদিকে পাকিস্তান আরও এক ধাপ নেমে গিয়ে আছে ১৪৭ নম্বরে। গতকাল ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) এই প্রতিবেদনটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। এ বছরের প্রতিবেদন বিষয় ‘কর্ম’। শুধু চাকরি অর্থে নয়, তার বাইরে বৃহত্তর অর্থে ‘কর্ম’ কীভাবে মানব উন্নয়ন প্রক্রিয়াকে প্রভাবিত করে, প্রতিবেদনটিতে সে বিষয়ে আলোকপাত করা হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত ২৫ বছরে প্রায় ২০০ কোটি মানুষের কর্মসংস্থান করার মাধ্যমে দারিদ্র্য-মুক্তির পথে বিশ্ব অনেকটা এগিয়েছে। কিন্তু এখনো মাত্র দৈনিক দুই ডলারের কম আয় দিয়ে জীবন-যাপন করে, এমন কর্মরত মানুষের সংখ্যা ২০ কোটি। এই প্রতিবেদনের কেন্দ্রে রয়েছে মানব উন্নয়ন সূচক। আয়ু, শিক্ষা ও মাথাপিছু আয়, মানব উন্নয়নের এই তিনটি সূচকের ভিত্তিতে মানব উন্নয়ন সূচক নির্ধারিত হয়ে থাকে। ২০১৪ সালের উপাত্তের ভিত্তিতে প্রস্তুত ২০১৫ সালের মানব উন্নয়ন সূচকে সর্বোচ্চ প্রথম তিনটি দেশ যথাক্রমে নরওয়ে, অস্ট্রেলিয়া ও সুইজারল্যান্ড।

সর্বশেষ খবর