শুক্রবার, ১৮ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

সেই বন্ধুদের সম্মাননা

নিজস্ব প্রতিবেদক

সেই বন্ধুদের সম্মাননা

একাত্তরে যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ আর বর্তমান বাংলাদেশ এক নয়। বাংলাদেশ গত চার দশকে অনেক উন্নতি করেছে। শিল্প, রাজনীতি, অবকাঠামো, শিক্ষা— সব ক্ষেত্রেই দেশটি দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে। এ দেশের তরুণদের মাঝে উন্নতি করার দৃঢ় ইচ্ছা আমরা দেখতে পাচ্ছি। বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশে সফররত মিত্রবাহিনীর ভারতীয় মুক্তিযোদ্ধারা এসব কথা বলেন। বেসরকারি টেলিভিশন ৭১ টিভির সৌজন্যে বীর এই যোদ্ধাদের সম্মান জানাতে গতকাল রাজধানীর কুড়িল-বিশ্বরোডে ‘প্লাম ভিউ’ রেস্টুরেন্টে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন মিত্রবাহিনীর ১০ জন যোদ্ধা।

ভারতীয় সশস্ত্র বাহিনীর লে. জেনারেল বিষ্ণুকান্ত চতুর্বেদীর (অব.) নেতৃত্বে মিত্রবাহিনীর ২৭ জন বীর ভারতীয় যোদ্ধা বর্তমানে বাংলাদেশে তাদের পরিবার নিয়ে সফর করছেন। তাদের মধ্যে কয়েকজন গতকাল সম্মাননা অনুষ্ঠানে ’৭১-এ বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় যুদ্ধের ময়দানে নিজেদের অভিজ্ঞতার কথা তুলে ধরেন। একই সঙ্গে তারা বাংলাদেশের উন্নয়নের উচ্ছ্বসিত প্রশংসা করেন। সাংবাদিকদের লে. জেনারেল বিষ্ণুকান্ত চতুর্বেদী (অব.) বলেন, বাংলাদেশের উন্নতি আশাপ্রদ। পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে যাওয়ার জন্য বাংলাদেশের সঠিক কারণ ছিল। পাকিস্তানিরা বাংলাদেশিদের সঙ্গে নানাভাবে বৈষম্য করছিল। তারা ভুল ছিল। এ কারণেই আমরা বাংলাদেশকে যুদ্ধে সহায়তা করার জন্য তৈরি হয়েছিলাম। তবে সে সময় বাংলাদেশের প্রতিটি মানুষ যেভাবে দেশ রক্ষার জন্য ঝাঁপিয়ে পড়েছিল তা সত্যিই বিরল। বাংলার মানুষের এত সমর্থন না থাকলে এ বিজয় এত দ্রুত অর্জন সম্ভব হতো না। আমরা ভারতীয়রা শুধু বাংলার মানুষকে যুদ্ধে সহায়তা করেছি। আশা করছি বাংলাদেশ ভবিষ্যতে আরও উন্নতি করবে। অনুষ্ঠানে উপস্থিত আরেক যোদ্ধা মেজর জেনারেল রাজেন্দ্রনাথ (অব.) বাংলাদেশ সরকারকে তাদের আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ দিয়ে বলেন, এ সম্মান দেওয়ার জন্য আমরা কৃতজ্ঞ। এত বছর পর সহযোদ্ধাদের সঙ্গে ’৭১-এর স্মৃতি স্মরণ করে আমরা সত্যিই শিহরিত। অনুষ্ঠানে মিত্রবাহিনীর অন্য যোদ্ধাদের মধ্যে আরও ছিলেন— লে. জেনারেল তিয়ারী (অব.), ব্রিগেডিয়ার বলরাম মেহতা (অব.), কর্নেল মানমোহন মালিক (অব.), লে. কমান্ডার ভি কে রায়জাদা (অব.) প্রমুখ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবেক সেনাপ্রধান লে. কর্নেল হারুন অর রশিদ (অব.), কর্নেল জাফর ইমাম (অব.), প্রধানমন্ত্রীর জ্বালানিবিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী, আনোয়ারুল আলম শহীদ, অধ্যাপক আবদুল মান্নান চৌধুরী। এ ছাড়াও ছিলেন ৭১ টিভির ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবু, শহীদতনয়া ডা. নুজহাত চৌধুরী, শমী কায়সার প্রমুখ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর