শুক্রবার, ১৮ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

পান্না মাস্টারের ১০ বছর কারাদণ্ড

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় সেই আলোচিত স্কুল শিক্ষক হেলাল উদ্দিন ওরফে পান্না মাস্টারের ১০ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে দেড় লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। গতকাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদা বেগম এ রায় দেন। একই মামলায় অন্য তিন আসামিকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। পাঁচ আসামির মধ্যে একজন আগেই মারা গেছেন। 

সরকার পক্ষের আইনজীবী অতিরিক্ত পিপি এ এস এম আসাদুজ্জামান মামুন জানান, কুষ্টিয়া শহরতলির আদর্শ  মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হেলাল উদ্দিন ওরফে পান্না মাস্টার একই বিদ্যালয়ের একাধিক ছাত্রীকে প্রাইভেট পড়ানোর নামে ব্ল্যাকমেইলিং করে শারীরিক সম্পর্ক স্থাপনে বাধ্য করেন। একই সঙ্গে ওই দৃশ্য গোপনে ভিডিও ধারণ করে নিজের ল্যাপটপে সংরক্ষণ করতেন। পরে ভয় দেখিয়ে এ কাজ চালিয়ে যেতেন। কয়েকজন ছাত্রী বিষয়টি অভিভাবকদের জানালে গোমর ফাঁস হয়ে যায়। আন্দোলনের মুখে পুলিশ পান্না মাস্টারের ল্যাপটপ জব্দ করে কুষ্টিয়া মডেল থানায় মামলা করে। মামলায় হেলাল উদ্দিন ওরফে পান্না মাস্টারসহ ৫ জনকে আসামি করা হয়। মামলার অন্য আসামিরা হলেন প্রকৌশলী আলিমুজ্জামান টুটুল, মনিরুল ইসলাম মনো, আওলাদ হোসেন ও শরিফুল ইসলাম সজল। আদালত প্রকৌশলী আলিমুজ্জামান টুটুল, মনিরুল ইসলাম মনো ও আওলাদ হোসেনকে বেকসুর খালাস দেন। অন্য আরেক আসামি প্রকৌশলী শরিফুল ইসলাম সজল বছরখানেক আগে মারা গেছেন। ঘটনার পর পান্না মাস্টার পালিয়ে যান। পরে ঢাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পান্না মাস্টার সদর উপজেলার হরিপুর গ্রামের তসলিম উদ্দিনের ছেলে।

সর্বশেষ খবর